নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

বিহারের ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ সম্পর্কিত কিছু তথ্য

Posted On: 22 JUL 2025 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুলাই, ২০২৫ 

 

বিহারে খসড়া ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণের সময়ে কোনও যোগ্য ভোটার যাতে তালিকার বাইরে না থাকেন, তা সুনিশ্চিত করতে সর্বতো প্রয়াস নেওয়া হয়েছে। এই খসড়া ভোটার তালিকা পয়লা অগাস্ট প্রকাশিত হবে। প্রায় ১ লক্ষ ব্লক স্তরের আধিকারিক, ৪ লক্ষ স্বেচ্ছাসেবক এবং সব প্রধান রাজনৈতিক দলের জেলা সভাপতিদের নিযুক্ত ১.৫ লক্ষ ব্লক স্তরের সহায়ক সহ নির্বাচন কমিশনের পুরো দল এই কাজটি সুচারুভাবে সম্পন্ন করতে উদ্যোগী হয়েছে। যেসব ভোটার এখনও তাঁদের এনুমারেশন ফর্ম জমা দেননি অথবা যাঁদের ঠিকানায় গিয়ে খোঁজ পাওয়া যায়নি, রাজনৈতিক দলগুলি তাঁদের চিহ্নিত করছে। 
মুখ্য নির্বাচনী আধিকারিক ও অন্য আধিকারিকরা রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। যে ২১.৩৬ লক্ষ ভোটারের ফর্ম পাওয়া যায়নি এবং যে ৫২.৩০ লক্ষ ভোটার মারা গেছেন বা পাকাপাকিভাবে অন্য জায়গায় চলে গেছেন, তাঁদের বিস্তারিত তালিকা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে। 
অগাস্ট মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত এই খসড়া ভোটার তালিকা জনসাধারণের জন্য খোলা থাকবে। খসড়া ভোটার তালিকায় যে কোনও অন্তর্ভুক্তি, বিলোপসাধন ও সংশোধনের জন্য যে কোনও সাধারণ মানুষ তাঁর বক্তব্য রাখতে পারবেন। 
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2146941

 

SC/SD/SB


(Release ID: 2147208)
Read this release in: English , Urdu , Hindi , Assamese