অর্থমন্ত্রক
বিমা সখী প্রকল্পে ২ লক্ষের বেশি মহিলার নথিভুক্তি
Posted On:
21 JUL 2025 6:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুলাই ২০২৫
ভারত সরকার ০৯/১২/২৪ তারিখে বিমা সখী, অর্থাৎ “মহিলা কেরিয়ার এজেন্ট (এমসিএ) প্রকল্প” চালু করে। এই প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি) ৬২.৩৬ কোটি টাকা প্রদান করেছে। চলতি আর্থিক বছরে (২০২৫-২৬) এলআইসি এই খাতে ৫২০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। এর মধ্যে ১৪/০৭/২৫ পর্যন্ত ১১৫.১৩ কোটি টাকা প্রদান করা হয়েছে। বর্তমানে দেশে ২,০৫,৮৯৬ জন বিমা সখী রয়েছেন।
কাজে পারদর্শিতার ভিত্তিতে এলআইসি বিমা সখী নিয়োগ করছে। স্নাতক বিমা সখীরা ৫ বছর কাজ করার পর শিক্ষানবীশ ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
নিয়োগের পর বিমা সখীদের প্রথম তিন বছরে এলআইসি ভাতা প্রদান করে থাকে। প্রথম বছরে মাসিক ৭ হাজার টাকা থেকে শুরু করে তৃতীয় বছরে ৫ হাজার টাকা করে ভাতা দেয় এলআইসি।
রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধারি।
SC/MP/DM
(Release ID: 2146749)