প্রতিরক্ষামন্ত্রক
দক্ষিণ পূর্ব এশিয়ায় জাহাজ মোতায়েনের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় নৌবহরের জাহাজ সিঙ্গাপুরে পৌঁছেছে
प्रविष्टि तिथि:
17 JUL 2025 7:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জুলাই, ২০২৫
পূর্বাঞ্চলীয় নৌবহরে ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং রিয়ার অ্যাডমিরাল সুশীল মেননের নেতৃত্বে ভারতীয় নৌবাহিনীর জাহাজ- দিল্লি, সাতপুরা, শক্তি এবং কিলতান চলতি বছরের ১৬ জুলাই সিঙ্গাপুরে পৌঁছেছে। এই জাহাজগুলি সেখানে পৌঁছানোর পর সিঙ্গাপুরের নৌবাহিনী এবং সেদেশের অবস্থিত ভারতীয় হাই কমিশনের কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
দক্ষিণ পূর্ব এশিযায় ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল মোতায়েনের অঙ্গ হিসেবে এই জাহাজগুলি সেখানে পৌঁছেছে। এই সফরে বিভিন্ন কর্মসূচি ও একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সহযোগিতা আরও দৃঢ় হবে।
ভারতীয় নৌবাহিনী এই জাহাজগুলির সফরের সময় সিঙ্গাপুরের নৌবাহিনীর সঙ্গে তাদের পেশাদারি ভিত্তিতে আলোচনা চলবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অভিন্ন মূল্যবোধ প্রতিফলিত হবে। দুই দেশের নৌবাহিনীর মধ্যে ৩ দশকের বেশি সময় ধরে সহযোগিতা ও সমন্বয়ের সম্পর্ক রয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে ভারতীয় নৌবাহিনী জাহাজগুলির এই মোতায়েন উভয় দেশের নৌবাহিনীর মধ্যে দৃঢ় সম্পর্ককেই তুলে ধরে।
SC/SS/NS
(रिलीज़ आईडी: 2145727)
आगंतुक पटल : 23