আয়ুষ
azadi ka amrit mahotsav

কলকাতায় ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথিতে ছাত্রাবাসের উদ্বোধন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত) শ্রী প্রতাপরাও যাদবের

Posted On: 16 JUL 2025 8:15PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জুলাই ২০২৫

 

কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী প্রতাপরাও যাদব আজ কলকাতায় ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির ছাত্রাবাসের উদ্বোধন করেন। এতে ৪০০ জন আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রের থাকার ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে শ্রী প্রতাপরাও যাদব বলেন, “এবছর ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথি সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। ৫০ বছর পূর্তি শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি হল সেবা, নিষ্ঠা ও ধারাবাহিক উৎকর্ষতার বার্তা।” তিনি সময়সীমা মেনে পরিকাঠামো সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ করার ওপর জোর দেন। তিনি আরও বলেন, এটি শুধুমাত্র পরিকাঠামোর সম্প্রসারণ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রমবর্ধমান শিক্ষাগত চাহিদা এবং রোগীদের যথাযথ পরিচর্যার বিষয়টিও। স্নাতকোত্তর স্তরে গবেষণার ক্ষেত্রেও এই পরিকাঠামো সহায়ক হবে বলে মন্তব্য করেন শ্রী যাদব। 

কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার তাঁর ভাষণে বলেন, এই প্রতিষ্ঠান শুধুমাত্র পশ্চিমবঙ্গের গর্ব নয়, এটি হল, স্বাস্থ্যক্ষেত্রে ভারতের জ্ঞান ও উৎকর্ষতার উন্নত পরম্পরার প্রতীক। সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা এবং সামগ্রিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। 

ন্যাশনাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির ডিরেক্টর জানান, এই হাসপাতালে প্রতিদিন প্রায় ৩ হাজার রোগী আউটডোরে চিকিৎসার জন্য আসেন। এটি খুব শীঘ্রই উৎকর্ষ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে পুরুলিয়া থেকে নির্বাচিত লোকসভার সাংসদ শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত ছিলেন। 

 

SC/MP/AS


(Release ID: 2145438)
Read this release in: English , Urdu , Hindi