বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
ভারতীয় বৈজ্ঞানিকরা কোয়ান্টামের কোলাহল থেকে অদ্ভুত কিছু ঘটনা প্রত্যক্ষ করেছেন
Posted On:
14 JUL 2025 3:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২৫
এতদিন বিজ্ঞানীরা মনে করতেন কোয়ান্টামের কোলাহল একটি সমস্যা। কিন্তু তাঁদের এই ভাবনায় কিছু পরিবর্তন এসেছে। এখন মনে করা হচ্ছে কোয়ান্টামের কোলাহল কোন কোন ক্ষেত্রে সুফলও নিয়ে আসতে পারে। আইনস্টাইন একবার কোয়ান্টামে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। কোলাহলের কারণে পদার্থের বিভিন্ন কনা একত্রিত হওয়াকে তিনি “অনেক দূর থেকে মনে হওয়া এক ভুতুড়ে ঘটনা” বলে বর্ণনা করেছিলেন। এই রহস্যের বিষয়টি মহাকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে, যেখানে হাজার হাজার কণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে যা আসলে কোয়ান্টাম ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোয়ান্টামের কোলাহল সাধারনভাবে বিভিন্ন কণাকে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে দেয়, যাকে ‘অসঙ্গতি’ বা ‘ডিকোহারেন্স’ বলা হয়।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বশাসিত সংস্থা রমন রিসার্চ ইন্সটিটিউটের (আইআরআই) একদল বিজ্ঞানী ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, কলকাতার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং ক্যালগরি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে যৌথভাবে একটি গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন। এই সূত্র অনুসারে বিজ্ঞানীরা দেখেছেন আন্তঃপদার্থের মধ্যে আন্তঃকণা ব্যবস্থাপনায় কোয়ান্টামের কোলাহলের কারণে সেগুলিকে পরস্পরের থেকে যেমন বিচ্ছিন্ন করে, আবার কণাগুলিকে বিশেষ এক অবস্থায় পরস্পরের সঙ্গে যুক্তও করে।
গবেষকরা আন্তঃকণার মধ্যে গবেষণা চালিয়ে দুটি পৃথক ফলাফল এক্ষেত্রে প্রত্যক্ষ করেছেন। আইআরআই-এর অনিমেশ সিনহা রায় জানান, জটিল এক জ্যামিতিক উপস্থাপনায় তাঁরা কোয়ান্টাম কোলাহলের এই পৃথক ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। সংস্থার আর এক বিজ্ঞানী অধ্যাপক ঊর্বশী সিনহা বলেন, গবেষণার সময় পরমাণুর মধ্যে থাকা একটি ফোটনকে ব্যবহার করে কোয়ান্টাম প্রযুক্তির প্রয়োগের মধ্যে দিয়ে তাঁরা আন্তঃকণা ব্যবস্থাপনায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের অধ্যাপক দীপঙ্কর হোম নতুন এই উদ্ভাবনকে যুগান্তকারী বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এরফলে একটি কণার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের ফলে প্রযুক্তির সাহায্যে এমন এক উন্নত ব্যবস্থাপনা উদ্ভাবন করা যাবে যা বাণিজ্যিক দিক থেকে লাভবান হবে।
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ন্যাশনাল কোয়ান্টাম মিশন এই প্রকল্পটিকে আংশিকভাবে সহায়তা করেছে। তবে পুরো প্রকল্প পরিচালনার দায়িত্বে ছিল ইন্ডিয়া-টিরেন্টো প্রোগ্রাম অন অ্যাডভান্সড রিসার্চ। এই কর্মসূচিতে কোলাহল সম্পর্কে দীর্ঘদিনের একটি ভুল ধারণা ভেঙে গেল। কিছু কিছু ক্ষেত্রে কোলাহল যে অদ্ভুতভাবে উপকারে আসতে পারে, গবেষকরা সেই গোপন তথ্যই খুঁজে বের করেছেন।
SC/CB/NS…
(Release ID: 2144594)