অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলায় লাইটকিনসিউ গ্রাম পরিদর্শনকালে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে মেঘালয় সরকারের ভূমিকার প্রশংসা করেছেন

Posted On: 12 JUL 2025 9:14PM by PIB Agartala

শিলং, ১৩ জুলাই, ২০২৫: কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী শ্রীমতী নির্মলা সীতারমন ১২ জুলাই শনিবার পূর্ব খাসি পার্বত্য জেলার লাইটকিনসিউ গ্রাম পরিদর্শন করেন এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠী, লাখপতি দিদি এবং কৃষক উৎপাদক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন। তার সফরকালে, তিনি মেঘালয় রাজ্য জুড়ে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পগুলি বাস্তবায়নে মেঘালয় সরকারের প্রচেষ্টার জন্য গভীর প্রশংসা করেছেন। তিনি "সবকা সাথ, সবকা বিকাশ"-এর লক্ষ্য অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং তৃণমূলস্থরে ক্ষমতায়নের গুরুত্বের উপর জোর দেন।

মেঘালয়ের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রীমতী আম্পারিন লিংডোও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

উষ্ণ আতিথেয়তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, তিনি "ভারত সরকার এবং মেঘালয় সরকার উভয়ের প্রকল্পগুলিকে এই সুন্দর রাজ্যের প্রতিটি কোণে নিয়ে যাওয়ার জন্য যে উল্লেখযোগ্য প্রচেষ্টা চলছে তা অবিস্মরণীয়।

উচ্চাকাঙ্ক্ষী জেলা রি-ভোই এবং শিলং-এ তার সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, মেঘালয়ের এই উন্নয়ন যাত্রা ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত এর দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "আমরা যদি সত্যিই 'সবকা বিকাশ"-এ বিশ্বাস করি, তাহলে উন্নয়ন অবশ্যই প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে-নারী-পুরুষ, গ্রাম ও শহর, যুবক-বৃদ্ধ, ধনী-দরিদ্র, সকলের কাছেই পৌঁছতে হবে উন্নয়নের সুফল।

শ্রীমতী সীতারমন স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। বিশেষ করে মেঘালয়ে মাতৃমৃত্যুর হার হ্রাসকে স্বাস্থ্য পরিষেবায় একটি শক্তিশালী সূচক হিসাবে উল্লেখ করেন।

তিনি মেঘালয়ের উন্নয়নের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকার ওপর জোর দেন। ২০১৪ সাল থেকে, ঋণ, প্রশিক্ষণ, ব্র্যান্ডিং সমর্থন এবং বাজারের সংযোগের সুযোগ উন্নত করে মহিলাদের সমষ্টিকে সমর্থন করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা করা হয়েছে। তিনি লাখপতি দিদি উদ্যোগের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, যার লক্ষ্য হল প্রতিটি গ্রামে কমপক্ষে পাঁচজন মহিলা যাতে বার্ষিক এক লক্ষ টাকা আয় করতে পারেন তা নিশ্চিত করা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো বলেন"অনুপ্রেরণা বৃদ্ধি পায় যখন আপনার নিজের একজন সাফল্য অর্জন করে। প্রধানমন্ত্রীর 'লাখপতি দিদি "উদ্যোগ সারা দেশের মহিলাদের আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে।

অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে মেঘালয়ের ৩০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য কেন্দ্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যা ভারতের বিস্তৃত উন্নয়নমূলক রোডম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এই লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রতিটি গ্রামকে অবশ্যই অবদান রাখতে হবে। মেঘালয় যদি এই দৃষ্টিভঙ্গি অর্জন করে, তবে এটি ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারতে পরিণত হওয়ার জাতীয় লক্ষ্যের জন্য একটি মডেল এবং অনুঘটক হিসাবে কাজ করবে।

তিনি উত্তর-পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক মনোযোগের কথাও তুলে ধরে বলেন যে, কেন্দ্রীয় মন্ত্রীরা মাসে অন্তত একবার এই অঞ্চলটি পরিদর্শন করছেন, যাতে নীতিগত সমর্থন এবং পর্যবেক্ষণ সর্বোচ্চ স্তরে অব্যাহত থাকে।

তিনি কেন্দ্র ও রাজ্যের মধ্যে অংশীদারিত্বের দৃঢ়তার উপর গুরুত্ব আরোপ করেন । শ্রীমতী সীতারমন বলেন, "প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় সমর্থনে সর্বাত্মক উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার মেঘালয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বদ্ধপরিকর।"

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলাপচারিতার সময়, তৃণমূলস্তরে ক্ষমতায়নের একটি শক্তিশালী উদাহরণ হিসেবে উঠে আসে লেং রাসোং এর স্বনির্ভর গোষ্ঠীর লাহুন মেরি ব্লাহ । স্ব সহায়ক গোষ্টির ওই মহিলা জানান, তিনি কিভাবে পোশাক বিক্রির জন্য ৪,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং ধীরে ধীরে তার এই ব্যবসা প্রসারিত করেছিলেন। একসময় তিনি একটি পোশাকের দোকান শুরু করার জন্য ১০ হাজার টাকা নগদ ক্রেডিট ঋণ এবং ২০২৫ সালে সিএলএফ থেকে এক লক্ষ টাকা কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) ঋণ সহ আরও ঋণ পেয়েছিলেন, যা দিয়ে তিনি একটি চায়ের দোকান এবং একটি ফুলের বুটিক খুলেন।

মেরি আরো উল্লেখ করেন যে, তার উদ্যোগগুলি কেবল তার আয়ই বাড়ায়নি, স্থানীয় কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছিল। তার বার্ষিক আয় কুড়ি হাজার টাকা থেকে বেড়ে এখন তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হয়েছে। বর্তমানে তার স্বনির্ভর গোষ্ঠীতে ব্যক্তিগত সঞ্চয় ৪০৮০ টাকারও বেশি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে সহায়ক গোষ্ঠীর এই মহিলা আরও বলেন যে, গোটা বিষয়টি আর্থিক লাভের চেয়েও বেশি , কারণ এই যাত্রা তার আত্মবিশ্বাস তৈরি করেছে-তাকে গৃহিণী থেকে ব্যবসায়ী এবং পরিবর্তনকারী হিসাবে বেড়ে উঠতে সহায়তা করেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এম.এস.আর.এল.এস এবং অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্যা মেরির এই আত্মনির্ভতার যাত্রাকে সমর্থন করেছে । তিনি বলেন, 'স্ব সহায়ক গোষ্টির সদস্যা মেরির এই সাফল্য নিঃসন্দেহে সমাজে আরো বেশি করে মহিলাকে আত্মনির্ভরতার জন্য অনুপ্রাণিত করবে।'

*****

KMD/PS


(Release ID: 2144330)
Read this release in: English , Urdu , Hindi