যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
সঞ্চার মিত্র প্রকল্প - তরুণ-তরুণীদের ডিজিটাল দূত করে তোলার উদ্যোগ টেলিকম দপ্তরের
Posted On:
11 JUL 2025 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুলাই, ২০২৫
ভারত সরকারের টেলিকম দপ্তরের আসাম অনুমোদিত পরিষেবা অঞ্চল (এলএসএ) আজ আইআইটি, আইআইআইটি, এনআইটি সহ আসামের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গুয়াহাটির বিএসএনএল ভবনে বৈঠকে ডাকে। প্রশ্নোত্তর-ভিত্তিক এই আলাপচারিতার লক্ষ্য ছিল সম্প্রতি চালু হওয়া সঞ্চার মিত্র প্রকল্প সম্পর্কে সম্যকভাবে অবহিত করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীদের ডিজিটাল দূত করে তোলা, যাতে নাগরিক ও টেলিকম পরিমণ্ডলের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হয়।
এই অধিবেশনে পৌরোহিত্য করেন নতুন দিল্লির ডিজি টেলিকম দপ্তরের পরামর্শদাতা শ্রীমতী সুমিতা চন্দ্র। এছাড়াও, উপস্থিত ছিলেন টেলিকম দপ্তরের শীর্ষ আধিকারিকরা।
অধিবেশনে প্রকল্পটির কাঠামোগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়। সংযোগ, শিক্ষণ এবং উদ্ভাবনের মন্ত্রকে পাথেয় করে টেলি পরিষেবা ব্যবহার করার সঠিক পন্থা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা ডিজিটাল বিপ্লবের টেলিকম পরিষেবার গুরুত্ব তুলে ধরেন।
নবরূপে সঞ্চার মিত্র প্রকল্পের সূচনা করেছিলেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
বিশদে জানতে এই লিঙ্কগুলিকে দেখুন –
X - https://x.com/DoT_India
Insta https://www.instagram.com/department_of_telecom?igsh=MXUxbHFjd3llZTU0YQ==
Fb - https://www.facebook.com/DoTIndia
SC/AC/SB…
(Release ID: 2144056)