প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় নৌ-বাহিনীতে দেশে তৈরি প্রথম ডুবোজাহাজ উদ্ধারকারী জলযান - ‘নিস্তার’ অন্তর্ভুক্ত হতে চলেছে
Posted On:
10 JUL 2025 4:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুলাই, ২০২৫
ভারতীয় নৌ-বাহিনী বিশাখাপত্তনমে ন্যাভাল ডক ইয়ার্ডে প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে ১৮ জুলাই, ডাইভিং সাপোর্ট ভেসেল – ‘নিস্তার’-কে অন্তর্ভুক্ত করবে। মেসার্স হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই জলযানটি তৈরি করেছে। এটি বাহিনীতে অন্তর্ভুক্ত হলে পূর্বাঞ্চলীয় নৌ-বাহিনীর কমান্ডের গভীর সমুদ্র থেকে সাবমেরিনকে উদ্ধার করার ক্ষমতা বাড়বে। এই জলযান নির্মাণের মধ্য দিয়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনে ভারত আরও অগ্রসর হল। এটি নির্মাণে ১২০টি অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থা যুক্ত ছিল। ১৯৬৯ সালে তদানিন্তন সোভিয়েত ইউনিয়ন থেকে ভারতীয় নৌ-বাহিনী প্রথম ডুবো জাহাজ উদ্ধারকারী জলযান নিস্তার সংগ্রহ করে। দুই দশক পরিষেবা দেওয়ার পর বর্তমানে আরও উন্নত জলযান বাহিনীতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সুরক্ষিত যথার্থ শৌর্যম’ এই ভাবনায় নিস্তার জলযানকে কাজে লাগানো হয়। নতুন জলযানটিতে অপারেশন থিয়েটার, আইসিইউ, ৮ শয্যার হাসপাতাল সহ উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে। এই জলযান শুধু নৌ-বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের ক্ষমতাই বৃদ্ধি করবে না, ভারত মহাসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলিকে প্রয়োজনীয় সুরক্ষাও প্রদান করবে।
SC/CB/SKD
(Release ID: 2143972)