নির্বাচনকমিশন
রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ নির্বাচন কমিশনের
Posted On:
03 JUL 2025 4:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ জুলাই ২০২৫
বুধবার নির্বাচন সদনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং অন্য দুই কমিশনার ডঃ সুখবীর সিং সান্ধু এবং ডঃ বিবেক যোশী। রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানান।
কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করা রাজনৈতিক দলগুলি হল– ভারতের জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপি (পাওয়ার গোষ্ঠী), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিআই(এম), সিপিআই(এমএল) লিবারেশন, সিপিআই এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে)।
বিহারে নির্বাচনের পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় সংশোধনের কাজ চলছে। বিহারে প্রায় ৭.৯০ কোটির মতো ভোটার রয়েছেন। ১ জানুয়ারি, ২০০৩ অনুযায়ী, ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের তালিকাভুক্তির ফর্ম পেশ করতে হবে। এ সংক্রান্ত তথ্যাদি https://voters.eci.gov.in-এ পাওয়া যাবে। তাঁদের জন্ম তারিখ / জন্মস্থান নথিভুক্ত করার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাদি মানতে হবে :
(১) ১ জুলাই ১৯৮৭ সালের আগে যাঁরা জন্মেছেন, তাঁদের নিজেদের নথি প্রদান করতে হবে।
(২) যাঁরা ১ জুলাই, ১৯৮৭ থেকে ২ ডিসেম্বর, ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁদের নিজস্ব নথির পাশাপাশি পিতা-মাতার যে কোনো একজনের নথি প্রদান করতে হবে।
(৩) যাঁরা ২ ডিসেম্বর, ২০০৪ সালের পরে জন্মেছেন, তাঁদের নিজেদের নথির পাশাপাশি পিতা-মাতা উভয়েরই নথি পেশ করতে হবে।
২৬ জুন থেকে ২৬ জুলাই, ২০২৫-এর মধ্যে নথিভুক্তিকরণ ফর্ম ব্লকস্তরের আধিকারিকরা সংগ্রহ করবেন। ১ আগস্ট, ২০২৫-এ প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫-এর মধ্যে নাম সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
SC/MP/DM...
(Release ID: 2141983)