প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

সেশেলস-এর পোর্ট ভিক্টোরিয়া সফর সম্পন্ন করল ভারতীয় নৌ-সেনার জাহাজ আইএনএস তেগ

Posted On: 01 JUL 2025 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুলাই ২০২৫

 

পশ্চিমাঞ্চলীয় নৌ-কম্যান্ডের জাহাজ আইএনএস তেগ ৩০ জুন সেশেলস-এর পোর্ট ভিক্টোরিয়া সফর সম্পন্ন করল। দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় এলাকায় নৌ-বাহিনীর এই জাহাজের পরিক্রমা ভারত ও সেশেলস-এর মধ্যে বৃত্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় নিবিড়তর করার বার্তা দেয়। 

নৌ-বাহিনীর শীর্ষস্থানীয় আধিকারিকদের নিয়ে জাহাজটি পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছয় ২৬ জুন। সেশেলস-এর ভারতীয় দূতাবাসের আধিকারিক ও কর্মীদের সাথে সাক্ষাৎ হয় তাঁদের। ২৮ জুন এই জাহাজে বিশেষ যোগাভ্যাস অনুষ্ঠানের আয়োজন হয়। যোগ দেন উৎসাহী বহু মানুষ। এই অনুষ্ঠানের মূলমন্ত্র ছিল ‘এক পৃথিবী ও অভিন্ন স্বাস্থ্যের জন্য যোগ’ – যা এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম। ঐদিনই জাহাজটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সেশেলস-এর বিদেশ বিষয়ক পর্যটন মন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে যোগ দেন সেশেলস-এ কর্মরত ফ্রান্স, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা। সেশেলস-এ বসবাসরত ভারতীয়রা এই সমারোহে যোগ দেন উৎসাহের সঙ্গে। 

আইএনএস তেগ-এর সেশেলস সফরকালে দ্বিপাক্ষিক বোঝাপড়ার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি ছিল ২৯ জুন ঐ দেশের ৪৯তম জাতীয় দিবসে ভারতীয় নৌ-সেনার ব্যান্ডের অংশগ্রহণ। 

৩০ জুন সেশেলস উপকূল রক্ষীবাহিনীর কর্মীদের নিয়ে জাহাজটি পোর্ট ভিক্টোরিয়া ছাড়ে। এর লক্ষ্য, ৩০ জুন থেকে ২ জুলাই সেশেলস-এর জলসীমায় যৌথ নজরদারি মহড়া। অবাঞ্ছিতভাবে সামুদ্রিক সম্পদের ব্যবহার রুখতে ভারতের দায়বদ্ধতার প্রতিফলন এই বিশেষ কর্মসূচি।

 

SC/AC/DM..


(Release ID: 2141537)
Read this release in: English , Urdu , Hindi