পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
azadi ka amrit mahotsav

২৯ জুন “পরিসংখ্যান দিবস” উদযাপিত হবে

प्रविष्टि तिथि: 28 JUN 2025 8:57AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ জুন, ২০২৫

 

পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক ২৯ জুন নতুন দিল্লির ডঃ আম্বেডকর আন্তর্জাতিক কেন্দ্রে ২৯তম পরিসংখ্যান দিবস উদযাপন করবে। পরিসংখ্যান এবং আর্থিক পরিকল্পনার পথিকৃৎ অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। আর্থ-সামাজিক পরিকল্পনা এবং দেশের উন্নয়নে নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। 

এবারের পরিসংখ্যান দিবসের বিষয়বস্তু হল, “জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছর”। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) রাও ইন্দারজিৎ সিং। জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছর উদযাপন উপলক্ষে একটি স্মারক মুদ্রা প্রকাশ করা হবে। অনুষ্ঠানে বিশেষ মর্যাদাপূর্ণ অধ্যাপক সি আর রাও জাতীয় পুরস্কার প্রদান করা হবে। 

বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, নীতি আয়োগ, রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি, আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ, গবেষক সহ প্রায় ৭০০ জন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

 

SC/MP/NS….


(रिलीज़ आईडी: 2140530) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Gujarati , English , Marathi , Urdu , Tamil , Malayalam