নির্বাচনকমিশন
ভারতের নির্বাচন কমিশন নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত ৩৭৯ জন তৃণমূল স্তরের কর্মীদের জন্য ২ দিনের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি শুরু করেছে
Posted On:
23 JUN 2025 4:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ জুন ২০২৫
নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (আইআইআইডিইএম)-এ আজ বুথ স্তরের আধিকারিক (বিএলও) পর্যবেক্ষকদের ১৩তম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এই অনুষ্ঠানের সূচনা করেন। এই কর্মসূচিতে ৩৭৯ জন যোগ দিয়েছেন। এর মধ্যে উত্তরপ্রদেশ থেকে ১১১, মধ্যপ্রদেশ থেকে ১২৮, নাগাল্যান্ড থেকে ৬৭, মেঘালয় থেকে ৬৬, চণ্ডীগড় থেকে ৭ জন উপস্থিত রয়েছেন। ভারতের নির্বাচন কমিশন গত ৩ মাসে নতুন দিল্লিতে ৫ হাজারেরও বেশি বিএলও / বিএলও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে।
উদ্বোধনী ভাষণে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০, ১৯৫১, ভোটারদের নাম নথিভুক্তিকরণ বিধি ১৯৬০, নির্বাচন পরিচালনা আইন ১৯৬১ অনুসারে ভোটার তালিকা তৈরি ও নির্বাচনের কাজ পরিচালনা করা এবং সময়ে সময়ে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা কঠোর ভাবে মেনে চলার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি অপরিহার্য। তিনি আরও জানান, যে কোন গণতন্ত্রে আইনের চেয়ে স্বচ্ছ আর কিছুই হতে পারে না। ভারতে নির্বাচন আইন অনুসারে অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
শ্রী জ্ঞানেশ কুমার বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ২৪(ক) ধারার আওতায় জেলাশাসক / জেলা কালেক্টর / এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ২৪(খ) ধারার আওতায় রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী অধিকারিকদের মাধ্যমে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকার প্রথম ও দ্বিতীয় আবেদন সম্পর্কিত বিভিন্ন সংস্থানের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন। বিএলও এবং বিএলও পর্যবেক্ষকদের তৃণমূল স্তরে কাজ করার সময় ভোটারদের এই আইনগুলি সম্পর্কে সচেতন করার বিষয়ে উৎসাহিত করেন তিনি।
এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেঘালয়, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ থেকে কোন আপিল দাখিল করা হয়নি।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ভোটারদের নাম নথিভুক্তিকরণ, তৃণমূল স্তরে নির্বাচনী প্রক্রিয়া কার্যকর করার বিষয়ে ধারণা দেওয়া হবে। অংশগ্রহণকারীরা তথ্য প্রযুক্তি সরঞ্জাম সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণও পাবেন। পাশাপাশি মক পোল, ইভিএম এবং ভিভিপ্যাট সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।
SC/SS/AS
(Release ID: 2139166)
Visitor Counter : 4