পরিবেশওঅরণ্যমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স – এর প্রথম সম্মেলনে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                16 JUN 2025 5:33PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৫ 
 
বাঘ ও সমগোত্রীয় প্রাণীগুলির সংরক্ষণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) – এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হ’ল নতুন দিল্লিতে। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভুপেন্দর যাদব। এই ধরনের প্রাণী যেসব দেশে বেশি সংখ্যায় দেখা যায়, ভারত সহ আরও ৮টি দেশের প্রতিনিধিরা যোগ দেন এই সম্মেলনে। দেশগুলি হ’ল – ভুটান, কম্বোডিয়া, এসওয়াতিনি, গিনি, লাইবেরিয়া, সুরিনাম, সোমালিয়া ও কাজাখস্তান। 
ভাষণে শ্রী যাদব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বন্যপ্রাণ সংরক্ষণের উদ্যোগে ভারত আন্তর্জাতিক আঙিনায় নেতৃস্থানীয় ভূমিকা পালন করে চলেছে। বিগ ক্যাট গোত্রের ৭টি প্রধান প্রজাতির সংরক্ষণে বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। 
সম্মেলনে সর্বসম্মতভাবে শ্রী যাদবকে আইবিসিএ – এর সভাপতি ও মহানির্দেশক নির্বাচন করা হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আইবিসিএ – এর স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি অনুমোদিত হয় এই সম্মেলনে। সদর দপ্তরের বিষয়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতেও অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি, আইবিসিএ – এর কর্মপরিকল্পনা এবং কাঠামো ও আইনগত দিকগুলিতেও ২০২৪ সালের স্টিয়ারিং কমিটির প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে এই সম্মেলনে। 
জৈব বৈচিত্র্য রক্ষায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 
 
SC/AC/SB
                
                
                
                
                
                (Release ID: 2136873)
                Visitor Counter : 5