আয়ুষ
প্রধানমন্ত্রীর ডাকে ‘যোগ সঙ্গম’-এর জন্য নিবন্ধিত হল ১০,০০০-এরও বেশি সংগঠন
Posted On:
27 MAY 2025 6:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ মে, ২০২৫
মন কি বাত-এর ১২২ তম পর্বে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের বাণিজ্যিক সংস্কৃতির সঙ্গে যোগ সংস্কৃতির ক্রমবর্ধমান সংযুক্তির প্রবণতায় সন্তোষ প্রকাশ করেন। এই বিষয়টি দেশের কল্যাণে বেসরকারি ক্ষেত্রের দায়বদ্ধতার প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মনে করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে ‘যোগ সঙ্গম’-এর জন্য নিবন্ধিত হয়েছে ১০,০০০-এরও বেশি সংগঠন। এই ‘যোগ সঙ্গম’ দেশের ইতিহাসে গোষ্ঠীভিত্তিক বৃহত্তম স্বাস্থ্য ও মানসিক পরিচর্যা সমারোহ হয়ে উঠতে চলেছে।
যোগ সঙ্গম-এর চূড়ান্ত দিন ২১ জুন, ২০২৫। তুষারাবৃত হিমালয় থেকে রৌদ্রোজ্জ্বল সমুদ্রসৈকত-ভারতের ১ লক্ষেরও বেশি জায়গা কার্যত যোগাভ্যাস কেন্দ্র হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।
যোগ সঙ্গমে অংশগ্রহণের জন্য :
১. যান এই লিঙ্কে : http://yoga.ayush.gov.in/yoga-sangam
২. আপনার দল বা সংগঠনকে নিবন্ধিত করুন
৩. ২০২৫-এর ২১ জুন যোগাভ্যাসের আয়োজন করুন
৪. এই বিষয়টি বিশদে আপলোড করুন এবং শংসাপত্র গ্রহণ করুন
আপনি বাণিজ্য জগতের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গার্হস্থ্য কাজে নিয়োজিত, স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত – যেই হোন না কেন, যোগ সঙ্গমে স্বাগত। খোলা আকাশের নীচে একত্রিত হয়ে স্বাস্থ্য সমৃদ্ধ ভারত গড়ার বার্তা দিন।
SC/AC/SKD
(Release ID: 2131937)