প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

অগ্রবর্তী সামরিক ঘাঁটি পরিদর্শনে চিফ অফ ডিফেন্স স্টাফ

Posted On: 19 MAY 2025 5:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মে, ২০২৫

 

সেনাবাহিনীর মনোবল বাড়াতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সুরতগর সামরিক ঘাঁটি এবং নালিয়া বায়ুসেনা ঘাঁটি পরিদর্শন করেছেন। সেনাদের সঙ্গে আলাপচারিতায় তিনি বদলাতে থাকা নিরাপত্তা চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার ওপর জোর দেন। 

সেনাদের অভিযানের প্রস্তুতি ও মনোবলের প্রশংসা করে চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন, ভবিষ্যতে যেকোন ধরনের হুমকির মোকাবিলায় তারা যে সম্পূর্ণ প্রস্তুত, সেই বিশ্বাস তাঁর রয়েছে।

চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে ছিলেন দক্ষিণ-পশ্চিম কম্যান্ডের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং এবং দক্ষিণ-পশ্চিম বায়ুসেনা কম্যান্ডের এয়ার অফিসার কম্যান্ডিং ইন চিফ এয়ার মার্শাল নাগেশ কাপুর। অপারেশন সিঁদুরে সেনাবাহিনী যে শৌর্য ও বীরত্বের পরিচয় দিয়েছে, তাতে তাঁরা গর্ব প্রকাশ করেন। অভিযানে অত্যাধুনিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগানো হয়েছে, সে সম্পর্কে জেনারেল চৌহানকে বিস্তারিত জানানো হয়। তিনি পদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। 

অপারেশন সিঁদুরে পশ্চিম ভারতে শত্রুপক্ষের ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা ব্যর্থ করে দিতে সেনাবাহিনী যে বীরত্ব ও পেশাদারি দক্ষতার পরিচয় দিয়েছে, জেনারেল চৌহান তার প্রশংসা করে বলেন, সর্বোচ্চ মানের সামরিক পেশাদারি দক্ষতা বলতে কী বোঝায়, ভারতীয় সেনা তা দেখিয়ে দিয়েছে। 

অভিযানে ৩ বাহিনীর মধ্যে সমন্বয় এবং স্থানীয় অসামরিক প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। এই ধরনের আপৎকালীন সময়ে সামরিক-অসামরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্বের ওপর জোর দেন তিনি।   


SC/SD/NS…


(Release ID: 2129816)