কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

বিদ্যুৎ ক্ষেত্রে কয়লা বরাদ্দের জন্য সংশোধিত শক্তিনীতি

Posted On: 08 MAY 2025 12:09PM by PIB Kolkata

নতুন দিল্লি ৮ মে ২০২৫ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ০৭.০৫.২০২৫ অনুষ্ঠিত অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রে কয়লা বরাদ্দের জন্য সংশোধিত এসএইচএকেটিআই (স্কিম ফর হারনেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্সি ইন ইন্ডিয়া) নীতিতে অনুমোদন দেওয়া হল। সরকার গৃহীত কয়লা ক্ষেত্রের একাধিক সংস্কারে মাত্রা যোগ করল এই সংশোধিত শক্তিনীতি।
২০১৭-য় শক্তিনীতি গৃহীত হওয়ার পরই কয়লা বরাদ্দের পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটে। মনোনয়ন ভিত্তিক বরাদ্দ থেকে নিলাম/মাশুল ভিত্তিক বিডিং-এর মাধ্যমে কয়লা বরাদ্দে আরও স্বচ্ছ্বতা আসবে। সংশোধিত শক্তিনীতিতে সহজে ব্যবসা করা, প্রতিযোগিতায় উৎসাহ দেওয়া, দক্ষতা, ক্ষমতার সদ্ব্যবহার ইত্যাদির মাধ্যমে কয়লা সংযোগ আরও সহজ হবে দেশে সুলভে বিদ্যুৎ দিতে এবং উৎপাদন বৃদ্ধি করতে। 
বর্তমান সংশোধনীর ফলে শক্তিনীতির প্রভাব এবং উদ্দেশ্য বৃদ্ধি পাবে। আরও বেশি নমনীয়তা, প্রশস্ত যোগ্যতা এবং কয়লার সহজপ্রাপ্যতার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে সাহায্য করা হবে। নতুন নীতিতে সব বিদ্যুৎ উৎপাদকের সঙ্গে কয়লার সংযোগ নিশ্চিত হবে। আরও বেশি উৎপাদন হবে, মাশুল সস্তা হবে। সার্বিক ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। ফলে বাড়বে কর্মসংস্থানের সম্ভাবনা। বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত এবং সুলভ বিদ্যুৎ সরবরাহ আত্মনির্ভর ভারত উদ্যোগের সহায়ক হবে। ঘরোয়া কয়লা পাওয়ার সুযোগ বাড়লে অন্যদিকে চাপ কমবে। 
বিদ্যুৎ ক্ষেত্রে কয়লা সরবরাহ বাড়লে খনি অঞ্চলে কাজকর্মও বাড়বে। রাজ্যসরকারগুলির রাজস্ব বৃদ্ধি পাবে। তার থেকে ওই অঞ্চলের এবং স্থানীয় মানুষের উন্নয়নের কাজ হবে। আমদানি করা কয়লার ওপর নির্ভরতাও কমবে। 


SC/AP/CS


(Release ID: 2127701)