পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত ওয়াশিংটন ডিসি’তে চলতি বিশ্ব ব্যাঙ্ক ভূমি সম্মেলন ২০২৫ – এ SVAMITVA’কে কান্ট্রি চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরেছে

Posted On: 07 MAY 2025 4:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মে, ২০২৫ 

 

ওয়াশিংটন ডিসি’তে আয়োজিত বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্ব ব্যাঙ্ক ভূমি সম্মেলন ২০২৫ – এ ভারত অন্যতম দেশ হিসেবে স্থান করে নিয়েছে। ৬ মে, ২০২৫ তারিখে এই সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারত দেশীয় স্তরে চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব শ্রী বিবেক ভরদ্বাজ ভূমির মালিকানা ও শাসন সংস্কারে উন্নত প্রচেষ্টা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় ভারতের ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অগ্রণী SVAMITVA প্রকল্প গ্রামাঞ্চলে ভূমি সংক্রান্ত শাসন ব্যবস্থায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। শ্রী ভরদ্বাজ এই প্রকল্প সম্পর্কে সকলকে অবহিত করেন। তিনি বলেন, জাতীয় স্তরে সংস্কার চালানোর জন্য ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কৌশলগত সহযোগিতা, সমন্বয় ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আদান-প্রদান প্রয়োজন। 
শ্রী ভরদ্বাজ তাঁর ভাষণে বলেন, SVAMITVA প্রকল্পের আওতায় ভারত গ্রামাঞ্চলের ৬৮ হাজার বর্গ কিলোমিটার জমি জরিপ করেছে। এ থেকে লক্ষ লক্ষ গ্রামীণ পরিবার আইনি মালিকানা ও ঋণ গ্রহণের সুযোগ পেয়েছে। রাজস্থানের একজন মা কিভাবে তাঁর মেয়ের বিদেশ যাত্রার অর্থ সংগ্রহ করেছেন এই প্রকল্পের মাধ্যমে কিংবা মধ্যপ্রদেশের একজন দুগ্ধ ব্যবসায়ী কিভাবে তাঁর ব্যবসা সম্প্রসারণ করেছেন – সেই কাহিনী তিনি সকলের সামনে তুলে ধরেন। 
৮ মে, ২০২৫ তারিখে গ্রামীণ ভারতের মানচিত্রের উপর নজর দেওয়া হবে। ভারতের উন্নত জিআইএস সম্পর্কিত এক উন্নত মঞ্চ পঞ্চায়েতি রাজ মন্ত্রকের যুগ্মসচিব শ্রী অলোক প্রেম নাগর এই মঞ্চ কিভাবে পঞ্চায়েত স্তরে সুবিধা প্রদান করে, সেই বিষয়টি তুলে ধরবেন। আত্মনির্ভর গ্রামগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল স্তরে শাসন ব্যবস্থার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও প্রদর্শিত হবে। 
ভারতের লক্ষ্য হ’ল – একটি মডেল হিসেবে SVAMITVA যোজনাকে উপস্থাপন করে অন্য দেশগুলির জন্য বিনিয়োগ আহ্বান করা। বিশ্ব ব্যাঙ্ক ভূমি সম্মেলন ২০২৫ – এ নিজের উপস্থিতির মাধ্যমে ভারত ভূমি SVAMITVA সংস্কার, গ্রামীণ বিকাশ ও সুসংহত শাসন ব্যবস্থার এক আন্তর্জাতিক রূপরেখা তুলে ধরছে। 

 

SC/PM/SB


(Release ID: 2127681) Visitor Counter : 3