লোকসভা সচিবালয়
সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং একে নির্মূল করতে গণতান্ত্রিক দেশগুলিকে একজোট হতে হবে : লোকসভার অধ্যক্ষ
प्रविष्टि तिथि:
02 MAY 2025 5:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ মে ২০২৫
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ বলেন, শান্তি, সুরক্ষা ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিকে সন্ত্রাসবাদ নির্মূল করতে একজোট হতে হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ আজ একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং শান্তিপূর্ণ সমাজের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে।
সংসদ ভবনে আজ জাপানের প্রতিনিধি সভার অধ্যক্ষ মাননীয় নুকাগা ফুকুশিরোর নেতৃত্বাধীন এক জাপানের এক সংসদীয় দলের সঙ্গে সাক্ষাতের সময় এই অভিমত ব্যক্ত করেন শ্রী বিড়লা।
জাপানের অধ্যক্ষ পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা দেন। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জাপানের ভূমিকার প্রশংসা করেন শ্রী বিড়লা। তিনি বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত ও জাপানের মধ্যে বন্ধুত্ব একান্ত জরুরি। তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সম্পর্ক। ভারতের ছাত্র-ছাত্রীদের জাপানে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য তিনি সেদেশের সরকারের প্রশংসা করেন।
গত বছর ভারতের সংবিধানের ৭৫তম বর্ষপূর্তির কথা উল্লেখ করে ভারতের অগ্রগতি ও উন্নয়ন যাত্রায় সংবিধানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী বিড়লা। তিনি বলেন, সংবিধানের পথ অনুসরণ করে স্বাধীনতার পর দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। এই প্রসঙ্গে 'নারী শক্তি বন্দন অধিনিয়ম'-এর কথা উল্লেখ করেন তিনি।
এই সাক্ষাৎকারের সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, রাজ্যসভার সাংসদ শ্রী সঞ্জয় ঝা, লোকসভার সাংসদ শ্রী ভাত্রুহরি মাহতাব, শ্রী দীপেন্দর সিং হুডা এবং শ্রীমতী কমলজিৎ শেরওয়াত উপস্থিত ছিলেন।
SC/PM/AS
(रिलीज़ आईडी: 2126507)
आगंतुक पटल : 23