ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
গম কেনার পরিমাণ ২৫০ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে গেছে
प्रविष्टि तिथि:
01 MAY 2025 1:40PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ মে, ২০২৫
২০২৫-২৬ রবি বিপণন মরশুমে সারা দেশে প্রধান গম সংগ্রহকারী রাজ্যগুলিতে গম কেনার কাজ সুষ্ঠুভাবে চলছে। এই রবি বিপণন মরশুমে ৩১২ লক্ষ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে এখনও পর্যন্ত কেন্দ্রীয় ভাণ্ডারে ২৫৬.৩১ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। এবছরের ৩০ এপ্রিল পর্যন্ত যে পরিমাণ গম কেনা হয়েছিল, গত বছর এই একই সময়ে তা ছিল ২০৫.৪১ লক্ষ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় এবার ২৪.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ৫টি প্রধান গম সংগ্রকারী রাজ্য – পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে গত বছরের তুলনায় এবছর বেশি গম কেনা হয়েছে।
২০২৫-২৬ রবি বিপণন মরশুমে মোট ২১.০৩ লক্ষ কৃষক ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। তাদেরকে ৬২১৫৫.৯৬ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে যথাক্রমে ১০৩.৮৯, ৬৫.৬৭, ৬৭.৫৭, ১১.৪৪ ও ৭.৫৫ লক্ষ মেট্রিক টন গম কেনা হয়েছে। এখনও পর্যন্ত ২০২৫-২৬ রবি বিপণন মরশুমে গম কেনার যথেষ্ট সময় বাকি রয়েছে। তাই আশা করা যাচ্ছে, দেশের কেন্দ্রীয় ভাণ্ডারে গত বছরের তুলনায় এবার গম সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পাবে। এই ইতিবাচক ফলাফল এসেছে খাদ্য ও গণবন্টন বিভাগের সম্মিলিত প্রয়াসের ফলে। বিগত বছরগুলি থেকে শিক্ষা নিয়ে রাজ্য ভিত্তিক সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করে তা সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে সময়মতো ভাগ করে নিয়েছিল এই বিভাগ। পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, কৃষকদের নাম নথিভুক্তিকরণ, গম সংগ্রহের কেন্দ্রগুলিকে প্রস্তুত করা, কৃষকদের সময়মতো ন্যূনতম সহায়কমূল্য দেওয়ার মতো বিষয়গুলির উপর নিয়মিত পর্যালোচনা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা হয়েছে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।
SC/SS/SKD
(रिलीज़ आईडी: 2126069)
आगंतुक पटल : 24