যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
দেশজুড়ে বিনিয়োগকারীদের জন্য কেওয়াইসি যাচাই পরিষেবা সহজতর করতে ইন্ডিয়া পোস্ট এসবিআই মিউচ্যুয়াল ফান্ডের সঙ্গে অংশীদার হয়েছে
प्रविष्टि तिथि:
29 APR 2025 5:41PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ এপ্রিল, ২০২৫
মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য গ্রাহকদের তথ্য যাচাই প্রক্রিয়া সরলীকরণের লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ হিসেবে ডাক বিভাগ একটি সম্পদ ব্যবস্থাপনা সংস্থা এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেড (এসবিআইএফএম)-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করেছে। এবিষয়ে একটি সমঝোতাপত্রও সাক্ষরিত হয়েছে। ভারতীয় ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এসবিআই মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের কেওয়াইসি যাচাই পরিষেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্যই হল, কেওয়াইসি প্রক্রিয়াকে সহজ করা। দেশজুড়ে বিনিয়োগকারীদের জন্য সুবিধা প্রদান করার পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করা।
নতুন দিল্লির ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক বিভাগের বিজনেস ডেভলপমেন্ট ডিরেক্টর শ্রীমতী মনীষা বনসাল বাদল এবং এসবিআই ফান্ডস ম্যানেজমেন্ট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনিশ সবরওয়াল-এর মধ্যে এই সমঝোতা সাক্ষরিত হয়।
দেশের প্রত্যন্ত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ১.৬ লক্ষেরও বেশি ডাকঘরের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ভারতীয় ডাক বিভাগ আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এক অনন্য উদ্যোগ নিয়েছে। শহরাঞ্চল, প্রত্যন্ত গ্রাম এমনকি যেখানে আর্থিক পরিষেবার সীমিত সুবিধা রয়েছে, সেসব জায়গায় কেওয়াইসি যাচাই সহ গ্রাহক পরিষেবার সাহায্যার্থে ডাক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এই চুক্তির অঙ্গ হিসেবে ভারতীয় ডাক বিভাগ সারা দেশে বিনিয়োগকারীদের কাছ থেকে প্রয়োজনীয় ফর্ম ও নথি সংগ্রহ করে এসবিআই মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য কেওয়াইসি-র কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করতে সাহায্য করবে। কেওয়াইসি নথি ভারতীয় ডাক বিভাগের প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে সংগ্রহ করা হবে, যাতে এই প্রক্রিয়ায় সর্বাঙ্গীন নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকে এবং নির্ভুল হয়। ভারতীয় ডাক বিভাগের দেশব্যাপী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সহজেই এই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে বিনিয়োগকারীদের সুবিধা মিলবে, তাঁরা ঘরে বসেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, যাদের চলাচল করতে সমস্যা হয় এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের বিশেষ সুবিধা হবে। এই সহযোগিতা ভারত সরকারের জন নিবেশ উদ্যোগকে সরাসরি সমর্থন যোগায়। যার লক্ষ্যই হল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি করা এবং ভারতের পুঁজি বাজারে আরও বেশি সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করা। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় আর্থিক পরিষেবাগুলিকে ডিজিটালাইজ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। ভারতীয় ডাক বিভাগ এর আগে ইউটিআই মিউচ্যুয়াল ফান্ড এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার পাবলিক ফান্ড (এসইউইউটিআই) সহ অন্যান্য মিউচ্যুয়াল ফান্ড কোম্পানীগুলির সঙ্গে সফল সহযোগিতার মাধ্যমে কেওয়াইসি যাচাইয়ের কাজ করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ স্বল্প সময়ের মধ্যে ৫ লক্ষেরও বেশি কেওয়াইসি যাচাই সফলভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করেছে। ভারতীয় ডাক বিভাগ আর্থিক পরিষেবার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে সক্রিয়ভাবে নতুন পথ অন্বেষণ করে চলেছে।
SC/SS/SKD
(रिलीज़ आईडी: 2125409)
आगंतुक पटल : 21