প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পহেলগাঁও-এ কাপুরুষোচিত জঙ্গী হামলায় যারা জড়িত তাদের সমুচিত জবাব দিতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে : প্রতিরক্ষা মন্ত্রী

Posted On: 23 APR 2025 5:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ এপ্রিল, ২০২৫

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ যারা নিরীহ জনসাধারণের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে তারা ভারতের মাটিতে এধরনের ঘৃণ্য কাজ করার সমুচিত জবাব পাবে। নতুন দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জন সিং স্মারক বক্তৃতা দেওয়ার সময়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের প্রসঙ্গে ভারত কোনো আপোষ করে না। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শ্রী সিং বলেন, “ভারতের সভ্যতা অত্যন্ত প্রাচীন, বৃহৎ এই দেশে এর আগে এধরনের কোনো জঙ্গী কার্যকলাপ হয়নি। এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে প্রত্যেক ভারতবাসী ঐক্যবদ্ধ। যারা প্রত্যক্ষভাবে হামলা চালিয়েছে, তারা ছাড়াও, যারা এই হামলার পরিকল্পনাকারী – প্রত্যেকে ভারতের মাটিতে এধরনের ঘৃণ্য কাজ করার সমুচিত জবাব পাবে”। সীমান্তের অপর প্রান্ত থেকে জঙ্গী কার্যকলাপে মদত দেওয়ার প্রসঙ্গটি উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিভিন্ন দেশ তাদের নিজেদের কৃতকর্মের ফল ভোগ করে, ইতিহাস তার স্বাক্ষী। সীমান্তের অন্যপারের মানুষেরা ইতিহাস থেকে এবিষয়ে যথাযথ শিক্ষা পাবেন বলে আমি আশাবাদী”। পহেলগাঁও-এ জঙ্গী হানায় নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট একটি ধর্মকে লক্ষ্য করে জঙ্গীদের কাপুরুষোচিত হানায় আমাদের দেশের বেশ কয়েকজন নিরপরাধ নাগরিক প্রাণ হারিয়েছেন। এই অমানবিক ঘটনায় আমরা প্রত্যেকেই শোকাতুর। সঙ্কটের এই সময়কালে তিনি বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শ্রী সিং ভারতীয় বিমান বাহিনীর মার্শাল অর্জন সিং-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, দূরদর্শী এই সামরিক নেতার নেতৃত্বদানের ক্ষমতা ছিল অতুলনীয়। আজও তিনি বহু যুবক-যুবতীর অনুপ্রেরণার উৎস। মার্শাল অর্জন সিং-এর মতো সামরিক ব্যক্তিত্বদের জন্যই আজ ভারতীয় বিমান বাহিনী বিশ্বের শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় স্থান করে নিয়েছে। ভারতীয় বিমান বাহিনী জাতীয় নিরাপত্তার চাহিদা পূরণ করতে সক্ষম। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সংস্কারে যেমন ব্রতী হয়েছে, একইভাবে দেশকে আত্মনির্ভর করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিমান বাহিনী যদি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাহলে তা দেশের নিরাপত্তাকেই আরও শক্তিশালী করে তোলে। প্রতিরক্ষা ক্ষেত্রে সার্বভৌমত্ব বজায় রাখার জন্য সরকার নিরলস কাজ করে চলেছে। তাই, দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তার সুফল নজরে আসছে। হালকা যুদ্ধ বিমান তেজস, অত্যাধুনিক হালকা হেলিকপ্টার ধ্রুব, প্রচণ্ড, আকাশ এবং ব্রাহ্মোস প্রতিরক্ষা ব্যবস্থাপনা ভারতীয় বিজ্ঞানী এবং প্রকৌশলীদের দক্ষতার পরিচয় বহন করে। 

আজ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিও যুক্ত হয়েছে। এক্ষেত্রে স্টার্টআপ সংস্থা এবং অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী সংস্থাগুলি বিশেষ ভূমিকা পালন করছে। বিমান বাহিনীর চাহিদা পূরণের জন্য বিমানের অত্যাধুনিক ইঞ্জিন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ বিমান তৈরির পাশাপাশি অ্যাস্ট্রা মার্ক ২, প্রলয়, স্মার্ট সহ আকাশপথে যুদ্ধের উন্নত ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। 

প্রতিরক্ষা মন্ত্রী জানান, একবিংশ শতাব্দীতে ক্ষমতার ভরকেন্দ্র এশিয়া মহাদেশে অবস্থান করছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন জটিল পরিস্থিতির মোকাবিলায় সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে। কৃত্রিম মেধা, হাইপারসনিক ডাইরেকটেড এনার্জি উইপনস, কোয়ান্টাম কম্পিউটিং, ড্রোন সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। 


SC/CB/SKD


(Release ID: 2124025) Visitor Counter : 4