দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
আফ্রিকার বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ শো জিআইটিইএক্স আফ্রিকা ২০২৫-এ ভারত অংশগ্রহণ করেছে
प्रविष्टि तिथि:
18 APR 2025 10:35AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ এপ্রিল, ২০২৫
আফ্রিকার বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ শো, জিআইটিইএক্স নীতিনির্ধারক, পরিবর্তনশীল এবং দূরদর্শী ব্যক্তিদের জন্য বিশ্বব্যাপী অর্থনীতির অন্তর্ভুক্তিমূলক ও উন্নতির প্রয়োজনীয়তাকে আরও এগিয়ে নিয়ে যেতে ও সহযোগিতার সুযোগ নিয়ে সম্মিলিত আলোচনার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। তিন দিনের এই অনুষ্ঠানটি সম্প্রতি মরক্কোর রাজধানী মারাকেশে শেষ হয়েছে।
দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ও শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। তিনি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও প্যানেল আলোচনায় অংশ নেন।
শ্রী জয়ন্ত চৌধুরী বলেন, ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) বিভিন্ন ক্ষেত্রে রূপান্তরমূলক পরিবর্তন এনেছে। ডিজিটাল পরিচয় (আধার), ডিজিটাল পেমেন্ট (ইউপিআই), ই-কমার্স (ওএনডিসি) এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে এই পরিবর্ত বিশেষভাবে পরিলক্ষিত হয়। এছাড়া উন্নত প্রযুক্তি বা এআই, সাইবার নিরাপত্তা, ফিনটেক এবং ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে আমরা আমাদের দক্ষতা বৃদ্ধিকে একিকৃত করেছি। দক্ষতা বৃদ্ধির জন্য একটি ডিজিটাল জন পরিকাঠামো, স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব-এ দেড় বছরেরও বেশি সময় ধরে ১ কোটিরও বেশি ব্যবহারকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের আফ্রিকান অংশীদারদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে এই বিষয়গুলির ব্যাপক সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে আমরা সম্মিলিতভাবে আমাদের অর্থনীতি করতে করতে পারি।
ভারতে ডিজিটালাইজেশনের গতি অন্যান্য উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির তুলনায় বেশি। ভারত এআই পেশাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স ট্যালেন্ট হাব।
শীর্ষ সম্মেলনের ফাঁকে, মন্ত্রী ডিজিটাল রূপান্তর ও প্রশাসনিক সংস্কার ক্ষেত্রের মন্ত্রী শ্রীমতী আমাল এল ফাল্লাহ সেঘরোচনি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ক্রীড়া মন্ত্রী মিহম্মদ মহম্মদ সাদ বেররাদার সঙ্গেও বৈঠক করেন তিনি। আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে আলোচনা করা হয়।
জিআইটিইএক্স আফ্রিকা ২০২৫-এ ভারতের অংশগ্রহণ, দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে ভারতের ভূমিকা তুলে ধরে। দক্ষ ভারত, ডিজিটাল ইন্ডিয়ার মতো যুগান্তকারী উদ্যোগ এবং আধার, ইউপিআই, ডিজিলকার, ডিজিটাল হাব এবং দীক্ষা-র মতো ডিজিটাল জন পরিকাঠামোর মাধ্যমে ভারত নিজের ক্ষমতা দেখিয়েছে। এই উদ্যোগগুলি ক্রমাগত সমগ্র বিশ্বে স্বীকৃত হচ্ছে।
SC/PM/SKD
(रिलीज़ आईडी: 2122677)
आगंतुक पटल : 46