আদিবাসীবিষয়কমন্ত্রক
স্টার্ট-আপ মহাকুম্ভে আদিবাসী-পরিচালিত স্টার্টআপগুলির উজ্জ্বল উপস্থিতি
Posted On:
06 APR 2025 9:09AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০২৫
দেশের স্টার্ট-আপগুলিতে আদিবাসীদের উল্লেখযোগ্য সাফল্য। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত স্টার্ট-আপ মহাকুম্ভে যোগ দিয়েছিল ৪৫টি আদিবাসী-পরিচালিত স্টার্ট-আপ। জনজাতীয় গৌরব দিবসের অংশ হিসেবে “ধরতী আভা ট্রাইবপ্রেনার্স, ২০২৫” উদ্যোগের অধীনে আয়োজিত এই মহাকুম্ভে ডিপ-টেক থেকে শুরু করে জৈব চাষ ও পরিবেশ-বান্ধব শক্তি, বিভিন্ন ক্ষেত্রে স্টার্ট-আপের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের কাছ থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছে আদিবাসী পরিচালিত দুটি স্টার্ট-আপ। দেশের দুই প্রথম সারির প্রতিষ্ঠান আইআইএম কলকাতা এবং আইআইএম গুয়াহাটির সহায়তায় এই স্টার্ট-আপ দুটি চালু করা হয়েছিল।
শংসাপত্র প্রদানের মাধ্যমে তিনদিনের এই কর্মসূচির সমাপ্তি ঘটে। ৪৫টি আদিবাসী স্টার্ট-আপ-এর প্রতিষ্ঠাতা, একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ১০০ জন পড়ুয়া এবং উচ্চশিক্ষার জন্য বৃত্তিপ্রাপ্ত ১৫০ জন আদিবাসী পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ভারতের বৃহত্তম স্টার্ট-আপ কনক্লেভে আদিবাসী উদ্যোগীদের উপস্থিতি এবং স্বীকৃতি দেশ গড়ার কাজে আদিবাসীদের তুলে আনার ক্ষেত্রে মন্ত্রকের দৃঢ় অঙ্গীকারের বার্তা দিচ্ছে।
SC/MP/DM..
(Release ID: 2119752)
Visitor Counter : 5