আয়ুষ
azadi ka amrit mahotsav

থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ বৈঠকে পরম্পরাগত ওষুধের জন্য উৎকর্ষ কেন্দ্র তৈরির কথা ঘোষণা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর

Posted On: 04 APR 2025 8:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ এপ্রিল, ২০২৫

 

ব্যাঙ্ককে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমস্টেক)-এর শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরম্পরাগত ওষুধের গবেষণা ও প্রচারের জন্য উৎকর্ষ কেন্দ্র গড়ার কথা ঘোষণা করেন। 

এই উদ্যোগের কথা ঘোষণা করে শ্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের যৌথ সামাজিক উন্নয়নের একটি উল্লেখযোগ্য স্তম্ভ হল জনস্বাস্থ্য। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বিমস্টেক দেশগুলিতে ক্যান্সারের পরিচর্যায় প্রশিক্ষণ ও সক্ষমতা নির্মাণে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এক্ষেত্রে পরম্পরাগত ওষুধের গবেষণা ও প্রচারের জন্য একটি উৎকর্ষ কেন্দ্রও গড়ে তোলা হবে।”

ভারত ও থাইল্যান্ডে পরম্পরাগত ওষুধের বলিষ্ঠ ব্যবস্থা রয়েছে। প্রধানমন্ত্রীর এই ঘোষণার ফলে এর গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য গতি আসবে। পরম্পরাগত ওষুধের গবেষণা ও চিকিৎসার সুযোগ-সুবিধা বাড়াতে দুই দেশই একসঙ্গে কাজ করে চলেছে। পরম্পরাগত ওষুধের শিক্ষার ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর মাধ্যমে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক আয়ুষ বৃত্তি প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে আর্য়ুবেদ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথিতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়। গত ৫ বছরে বিমস্টেক দেশগুলির ১৭৫ জন ছাত্রছাত্রী এই বৃত্তি পেয়েছেন। 

 

SC/MP/NS…


(Release ID: 2119322) Visitor Counter : 4


Read this release in: English , Urdu , Hindi , Kannada