পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
সুলভে এলপিজি সুনিশ্চিত করতে সরকারের পদক্ষেপ
Posted On:
03 APR 2025 3:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৫
২০১৬-র মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই)-র সূচনা হয়েছিল সারা দেশের গরীব পরিবারের বয়স্কা মহিলাদের জমাবিহীন এলপিজি সংযোগ দিতে। এই কর্মসূচিতে ৮ কোটি সংযোগ দেওয়ার লক্ষ্য পূরণ হয় ২০১৯-এর সেপ্টেম্বরে। বাকি দরিদ্র পরিবারকে এই সুবিধা দিতে ২০২১-এর অগাস্টে শুরু হয় উজ্জ্বলা ২.০। এর লক্ষ্য ছিল, ১ কোটি অতিরিক্ত পিএমইউওয়াই সংযোগ দেওয়া। এই লক্ষ্য পূরণ হয় ২০২২-এর জানুয়ারিতে। এর পরেই সরকার উজ্জ্বলা ২.০-এ আরও ৬০ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ১.৬০ কোটি উজ্জ্বলা ২.০ সংযোগ দেওয়ার লক্ষ্য পূরণ হয় ২০২২-এর ডিসেম্বরেই। এছাড়া সরকার ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত পিএমইউওয়াই কর্মসূচিতে অতিরিক্ত ৭৫ লক্ষ সংযোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে যা ইতিমধ্যেই পূরণ হয়েছে ২০২৪-এর জুলাইয়ে।
০১.০৩.২০২৫ পর্যন্ত ভারতে এলপিজি গ্রাহকের মোট সংখ্যা ৩২.৯৪ কোটি। এর মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই)-তে সুবিধাপ্রাপকের সংখ্যা ১০.৩৩ কোটি।
লোকসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী সুরেশ গোপী।
SC/AP/NS….
(Release ID: 2118330)
Visitor Counter : 20