সহযোগ মন্ত্রক
বিশ্বের বৃহত্তম শস্য ভান্ডার প্রকল্প
प्रविष्टि तिथि:
02 APR 2025 3:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ এপ্রিল, ২০২৫
কেন্দ্রীয়ভাবে খাদ্যের শস্য ভান্ডার গড়ে তুলতে পাইলট প্রকল্প হিসেবে সমবায় ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম শস্য ভান্ডার গড়ে তোলার প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে দেশ জুড়ে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির মাধ্যমে ১১টি গুদাম তৈরি করা হয়েছে, যেগুলির মোট ধারণক্ষমতা ৯ হাজার ৭৫০ মেট্রিক টন।
১৫.০২.২০২৩ তারিখে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি অনুমোদন করে। ইতিমধ্যে এর সুফল তৃণমূল স্তরে পৌঁছে গিয়েছে। এই প্রকল্পে ৫ বছরের মধ্যে দেশে সমস্ত পঞ্চায়েত/গ্রাম স্তরে ২ লক্ষ নতুন বহুমুখী প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, ডেয়ারি, মৎস্য সমবায় সমিতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
জাতীয় সমবায় পরিসংখ্যান অনুযায়ী, ২৭.০১.২০২৫ পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৬৬৭টি নতুন প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি নথিভুক্ত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে এর সংখ্যা হ’ল – ১৩।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2118272)
आगंतुक पटल : 30