ভারী শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ই-ড্রাইভ প্রকল্প

Posted On: 01 APR 2025 4:22PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ এপ্রিল, ২০২৫

 

ভারী শিল্প মন্ত্রক ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পিএম ইলেক্ট্রিক ড্রাইফ রেভলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট-পিএম ই-ড্রাইভ প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে। দেশে পরিবেশ-বান্ধব যানবাহনের উৎপাদন এবং তার ব্যবহার বাড়ানোই এর মূল উদ্দেশ্য। এই প্রকল্পে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ১০,৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ২০২৪ সালের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়কালে ইলেক্ট্রিক মোবিলিটি অ্যান্ড প্রমোশন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা আসলে পিএম ই-ড্রাইভের অন্তর্গত।

পিএম ই-ড্রাইভ প্রকল্পে বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য সরাসরি ভর্তুকি দেওয়া হয় না। বৈদ্যুতিক গাড়ির উপভোক্তারা গাড়ি কেনার সময়ে কম দামে তা কিনতে পারেন। এক্ষেত্রে, সরকার গাড়ি উৎপাদক সংস্থাগুলির কাছে ভর্তুকির অর্থ পাঠিয়ে দেয়। এই প্রকল্পে বৈদ্যুতিক বাস সহ অন্যান্য যানবাহনের জন্য গাড়ি চার্জ করার প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশজুড়ে ২৫,২০২টি চার্জিং স্টেশন গড়ে তোলা হয়েছে।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে একটি নীতি নির্দেশিকা প্রকাশ করেছে। দেশে বৈদ্যুতিক গাড়ির এবং এই গাড়িগুলিতে ব্যবহার করা হয় এধরনের যন্ত্রাংশ উৎপাদনে উৎসাহিত করাই পিএম ই-ড্রাইভ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন ইস্পাত ও ভারী শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা।

 

SC/CB/SKD


(Release ID: 2118083) Visitor Counter : 16
Read this release in: English , Urdu , Hindi