রেলমন্ত্রক
পণ্য পরিবহন রাজস্ব ২০১৯-২০-তে ১.১৩ লক্ষ কোটি টাকা থেকে চার বছরে ৫৪,৮০৫ কোটি থেকে বেড়ে ২০২৩-২৪-এ ১.৬৮ লক্ষ কোটি টাকা হয়েছে
যাত্রী রাজস্ব ৪ ২০১৯-২০-তে ৫০,৬৬৯ কোটি টাকা থেকে চার বছরে ২০,০২৪ কোটি টাকা বেড়ে ২০২৩-২৪-এ ৭০,৬৯৩ কোটি টাকা হয়েছে
Posted On:
29 MAR 2025 5:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মার্চ ২০২৫
গত ৫ বছরে ভারতীয় রেল কর্তৃক পণ্য এবং যাত্রী পরিবহন বাবদ অর্জিত রাজস্ব নিম্নরূপ :-
অর্থবর্ষ
রাজস্ব (কোটি টাকায়)
পণ্য
যাত্রী
২০১৯-২০
১,১৩,৪৮৮
৫০,৬৬৯
২০২০-২১*
১,১৭,২৩২
১৫,২৪৮
২০২১-২২*
১,৪১,০৯৬
৩৯,২১৪
২০২২-২৩
১,৬২,২৬৩
৬৩,৪১৭
২০২৩-২৪
১,৬৮,২৯৩
৭০,৬৯৩
*কোভিড বর্ষ
২০১৯-২০ থেকে ২০২৩-২৪-এর মধ্যে ফ্লেক্সি ফেয়ার, তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল-এর মাধ্যমে অর্জিত রাজস্ব মোট যাত্রী পরিষেবা থেকে প্রাপ্ত রাজস্বের প্রায় ৫.৭%। টিকিট বাতিল করার ফলে যে অর্থ সংগৃহীত হয়েছে তা আলাদা ভাবে নয়, এর মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে।
০১.০৪.২০২৪ পর্যন্ত রেল পরিষেবায় প্রায় ৭৯,০০০ কোচ ব্যবহার করা হয়েছে। এর বিবরণ নিম্নরূপ :
কক্ষ
কোচ সংখ্যা
আসন সংখ্যা
জেনারেল এবং নন-এসি স্লিপার
৫৬,০০০ (মোট ৭০%)
৫১ লক্ষ
এসি কোচ
২৩,০০০
১৪ লক্ষ
মোট
৭৯,০০০
৬৫ লক্ষ
২০১৯-২০ থেকে ২০২৩-২৪ পর্যন্ত যাত্রী আসন বাবদ সংগৃহীত রাজস্বের বিবরণ নিম্নরূপ :
কক্ষ
২০১৯-২০ থেকে ২০২৩-২৪-এর মধ্যে মোট আসনের গড় %
২০১৯-২০ থেকে ২০২৩-২৪-এর মধ্যে মোট যাত্রী রাজস্বের গড় %
নন-এস কোচ (জেনারেল/স্লিপার ইত্যাদি)
৮২%
৫৩%
এসি কোচ
১৮%
৪৭%
কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে এই তথ্যগুলি দিয়েছেন।
SC/SB/AS
(Release ID: 2116789)
Visitor Counter : 14