জাহাজচলাচলমন্ত্রক
এক দেশ এক বন্দর
Posted On:
28 MAR 2025 3:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৫
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক ‘এক দেশ এক বন্দর প্রক্রিয়া(ওএনওপি)’ উদ্যোগ চালু করেছে। এর লক্ষ্য হল, ম্যাপিং এবং বন্দর প্রক্রিয়ার নিবন্ধীকরণ। এই উদ্যোগের সঙ্গে সব প্রধান বন্দরগুলি যুক্ত করে বন্দর শৃঙ্খল তৈরি করা ও নথিগুলির বিস্তৃত পর্যালোচনা করা। ওএনওপি উদ্যোগ বাস্তবায়িত হলে নিবন্ধীকরণ প্রক্রিয়ার সময় কমবে এবং পণ্য সরবরাহ ব্যয় হ্রাস পাবে।
প্রধান বন্দরগুলিতে ওএনওপি উদ্যোগ চালু করার জন্য একটি পর্যালোচনা করা হয়। তাতে বন্দর নিবন্ধীকরণ প্রক্রিয়ায় যথেষ্ট উন্নতি লক্ষ্য করা গেছে।
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক সমুদ্রক্ষেত্রে বন্দরগুলির দক্ষতা বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে রয়েছে নতুন বন্দর, টার্মিনাল এবং বার্থ উন্নয়ন ও আধুনিকীকরণ এছাড়া সড়ক ও রেলপথের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকাঠামোর উন্নয়ন।
আন্তর্জাতিক সমুদ্র ক্ষেত্রে ভারতীয় বন্দরগুলিকে আরও প্রতিযোগিতামূলক স্থানে পৌঁছে দিতে মন্ত্রক 'সাগর আঙ্কালন' নির্দেশিকা চালু করেছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানান।
SC/ PM /AG/
(Release ID: 2116450)
Visitor Counter : 20