পরিবেশওঅরণ্যমন্ত্রক
সংসদে প্রশ্ন :- ম্যানগ্রোভ পুনরুদ্ধার
Posted On:
27 MAR 2025 5:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫
ভারতের ৯টি রাজ্য এবং ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূলীয় ক্ষেত্রে ম্যানগ্রোভ বন দেখতে পাওয়া যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের আওতাধীন বন জরিপের জন্য অনুমোদিত সংস্থা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া (এফএসআই) প্রতি ২ বছরে ‘ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট’-আইএসএফআর প্রকাশ করে।
সম্প্রতি প্রকাশিত আইএসএফআর ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী ভারতের মোট ম্যানগ্রোভ অঞ্চলের পরিমাণ ৪,৯৯১.৬৮ বর্গ কিমি যা দেশের মোট ভৌগোলিক অঞ্চলের ০.১৫ শতাংশ। ২০১৩ সালের তুলনায় ২০২৩ সালে দেশের ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিমাণ ৭.৮৬ শতাংশ বেড়েছে।
ভারত সরকার উপকূল এলাকার রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা ও এর বৃদ্ধির জন্য বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে।
পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬-এর আওতায় ২০১৯ সালের উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ বিজ্ঞপ্তি অনুযায়ী ম্যানগ্রোভ অঞ্চলকে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। এই এলাকায় সীমিত কাজকর্মের অনুমতি দেওয়া হয়েছে। ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিমাণ ১ হাজার বর্গ মিটারের বেশি হলে ৫০ মিটার বাফার জোন দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় ক্ষতিপূরণ বিষয়ক বনায়ন তহবিল ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্তৃপক্ষ সিএএমপিএ –র আওতায় ৩,৮৩৬ হেক্টর নষ্ট হতে যাওয়া ম্যানগ্রোফ পুনরুদ্ধারের জন্য ১৭ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশা রাজ্যে ১০ হাজার ৫৭৫ হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার ও সংরক্ষণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানান, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং।
SC/ PM /AG/
(Release ID: 2116438)