মহাকাশদপ্তর
সংসদে প্রশ্ন : স্টার্টআপকে উৎসাহদান কর্মসূচি
Posted On:
27 MAR 2025 6:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫
ভারতের মহাকাশ ক্ষেত্রে অভিনব কোনও ধারণার জন্য স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা যোগাচ্ছে ইনস্পেস। এই কর্মসূচির ফলে এইসব স্টার্টআপ তাদের নতুন ধারনাকে মেলে ধরতে পারছে এবং পরবর্তী পর্যায়ে তার উত্তরণ ঘটাতে সক্ষম হচ্ছে। এক্ষেত্রে সর্বোচ্চ আর্থিক সহায়তা দেওয়া হয় ১ কোটি টাকা। নির্বাচিত স্টার্টআপগুলিকে তাদের সাফল্যের ভিত্তিতে ৩টি অথবা তার বেশি পর্যায়ে এই টাকা প্রদান করা হয়। এছাড়াও, এই মহাকাশ স্টার্টআপ-গুলিকে ডিওএস/ইসরোর বিভিন্ন রকম সুযোগ-সুবিধা এবং সহায়ক সামগ্রী ব্যবহার করলে নিজেদের খরচে অনেকটা ছাড় দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। প্রযুক্তি এবং উৎক্ষেপণ পরিষেবা ক্ষেত্রেও এই সহায়তা পাওয়া যাবে। ইনস্পেস – এর লক্ষ্য হ’ল – মহাকাশ ব্যবস্থায় বাণিজ্যিকীকরণের প্রসার ঘটানো। এই লক্ষ্যে তারা এনজিইআই – এর প্রসার ঘটাচ্ছে, যাতে বিভিন্ন মহাকাশ প্রযুক্তি গড়ে তোলা যায় এবং বিশ্বের ও অভ্যন্তরীণ ক্ষেত্রে চাহিদামাফিক সেই সমস্ত দ্রব্য উৎপাদন সম্ভব হয়। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে টেকনোলজি অ্যাডপটেশন ফান্ড (টিএএফ) গড়ে তোলা হয়েছে। এই তহবিল উদ্ভাবনী চিন্তাভাবনার প্রসার ঘটাবে। সেইসঙ্গে, মহাকাশ ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির বাণিজ্যিকীকরণের পথকেও প্রসারিত করবে।
ইনস্পেস সীড ফান্ড প্রকল্পের মূল লক্ষ্যই হ’ল – অণু ও ক্ষুদ্র সংস্থাগুলিকে মহাকাশ সহায়ক ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করা। এই তহবিল প্রদানের পাশাপাশি, প্রশিক্ষণ এবং যোগসূত্রের সুযোগও গড়ে দেওয়া হয়েছে। ইনস্পেস এ পর্যন্ত ৬টি ভারতীয় স্টার্টআপ-কে আর্থিক সহায়তা দিয়েছে। কৃষি, বিপর্যয় ব্যবস্থাপনা এবং নগর উন্নয়নের সঙ্গে এই ক্ষেত্রগুলি জড়িত। এর পাশাপাশি, ইনস্পেস সীড ফান্ড প্রকল্পের অধীন মহাকাশ প্রযুক্তিকে এক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হচ্ছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি, ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তর এবং মহাকাশ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SC/AB/SB
(Release ID: 2116435)
Visitor Counter : 12