মহাকাশদপ্তর
সংসদে প্রশ্ন: পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান প্রযুক্তির বিকাশ
Posted On:
27 MAR 2025 6:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫
ভারতের পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান গড়ে তুলতে ইসরো কক্ষপথে পুনঃপ্রবেশকারী ডানাযুক্ত যান (ওআরভি) নির্মাণ করছে। এই যানটিকে আরেকটি যান মরফৎ কক্ষপথে প্রবেশ করানো হবে এবং পর্যায়ক্রমে তা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করবে। এরপর তা অনুরূপভাবে রানওয়েতে অবতরণ করতে পারবে। রানওয়েতে নেমে আসার তিনটি স্বয়ংক্রিয় ব্যবস্থা সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে এর প্রতিটি ক্ষেত্রেই পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যানকে ব্যবহার করা হয়েছে।
ভার্টিক্যাল টেকঅফ এবং ভার্টিক্যাল ল্যান্ডিং (ভিটিভিএল) – এ পুনর্ব্যবহারের লক্ষ্যে ইসরো কৌশলগত প্রযুক্তির নকশা তৈরি করার পাশাপাশি তার বিকাশও ঘটাচ্ছে। এর ফলে, বহুবার একই যান মহাকাশ উৎক্ষেপণের কাজে লাগানো যাবে।
দ্বিতীয় প্রজন্মের উৎক্ষেপণ যান (এনজিএলভি)-কে আংশিক পুনর্ব্যবহারযোগ্য করে তুলতে ভারত সরকার পরিকল্পনা কর্মসূচির অনুমোদন দিয়েছে। এনজিএলভি যান তিনটি পর্যায়ে উৎক্ষেপণের সঙ্গে সংযুক্ত। প্রথম পর্যায়ে উৎক্ষেপণের পর তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই এর লক্ষ্য।
ভারত সরকার ২০২০-র জুন মাসে মহাকাশ ক্ষেত্রে সংস্কারমূলক কর্মসূচির কথা ঘোষণা করে। এক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রগুলিকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকে নিয়ন্ত্রণের দায়িত্বভার ইন্ডিয়ান ন্যাশনাল প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার ইন-স্পেসকে দেওয়া হয়েছে। এতে বেসরকারি ক্ষেত্রগুলির সামনে মহাকাশ অভিযানে নানা সুযোগ সৃষ্টি হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই কাজের সঙ্গে যুক্ত করে চাঁদে খনন প্রক্রিয়ার কাজ করা হবে।
কৃত্রিম মেধা এই মহাকাশ যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর একটি সাম্প্রতিক উদাহরণ হ’ল – স্বয়ংক্রিয় সেন্সর-ভিত্তিক একচ্যুয়েটর ব্যবস্থা। মহাকাশ উৎক্ষেপণ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ডেটাগত বিভিন্ন বিশ্লেষণের কাজে সেন্টার স্বয়ংক্রিয় মিশন ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যানের ব্যবহার মহাকাশে বর্জ্য কমিয়ে আনার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে, যা মহাকাশ চুক্তির একটি উল্লেখযোগ্য দিক। আন্তঃ মহাকাশ বর্জ্য সমন্বয় কমিটি এবং রাষ্ট্রসংঘ কমিটি মহাকাশে বর্জ্য কমিয়ে আনার বিভিন্ন নীতি-নির্দেশিকা দিয়েছে। মহাকাশে নিরাপদ এবং সুস্থায়িত্বমূলক কাজকর্ম চালাতে আন্তর্জাতিক সংস্থাগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। মহাকাশে বর্জ্য সমস্যার নিষ্পত্তি ঘটানো এবং সে সংক্রান্ত সচেতনতা ব্যবস্থাপনা গড়ে তোলা এর একটি উল্লেখযোগ্য দিক।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি, ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তর এবং মহাকাশ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।
SC/AB/SB
(Release ID: 2116433)
Visitor Counter : 13