ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

ই-বাণিজ্য সংস্থাগুলির বিরুদ্ধে তল্লাশি অভিযান ভারতীয় মানক ব্যুরোর

Posted On: 27 MAR 2025 12:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫

 

বেশ কয়েকটি ই-বাণিজ্য সংস্থার বিরুদ্ধে অভিযান চালালো ভারতীয় মানক ব্যুরোর দিল্লি শাখা। ১৯ মার্চ দিল্লির মোহন কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অ্যামাজনের একটি গুদামে হানা দেন মানক ব্যুরোর আধিকারিকরা। ১৫ ঘন্টারও বেশি সময় ধরে এই অভিযান চলে এবং ভুয়ো আইএসআই চিহ্ন যুক্ত ৩ হাজার ৫০০-রও বেশি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা সামগ্রীর আর্থিক মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা।

অন্যদিকে, দিল্লির ত্রিনগরেও ফ্লিপকার্টের এক সহযোগী সংস্থায় তল্লাশি চালানো হয়। সেখানেও বৈধ আইএসআই চিহ্ন না থাকায় প্রায় ৫৯০ জোড়ারও বেশি জুতো বাজেয়াপ্ত করা হয়। এর আর্থিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

গত এক মাস ধরে দেশের বিভিন্ন অংশে এ ধরনের অভিযান চালাচ্ছে ভারতীয় মানক ব্যুরো। দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, লক্ষ্ণৌ সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে ৭৬৯টি সামগ্রীতে প্রয়োজনীয় শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে।

 

SC/MP/SB


(Release ID: 2116010) Visitor Counter : 21