জলশক্তি মন্ত্রক
সংসদে প্রশ্ন: জল জীবন মিশন – এর আওতায় হর ঘর নল সে জল প্রকল্পের বর্তমান পরিস্থিতি
Posted On:
27 MAR 2025 2:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৫
ভারত সরকার ২০১৯ সালের অগাস্ট মাসে রাজ্যগুলির সঙ্গে মিলে জল জীবন মিশন – এর আওতায় হর ঘর জল প্রকল্প বাস্তবায়িত করেছে। এর লক্ষ্য – দেশের প্রত্যেক পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া। এই প্রকল্পের শুরুতে দেশের ৩ কোটি ২৩ লক্ষ গ্রামীণ পরিবারের কাছে নলবাহিত জল সংযোগ ছিল। কিন্তু, বর্তমানে দেশের ১৯ কোটি ৩৬ লক্ষ গ্রামীণ পরিবারের মধ্যে ১৫ কোটি ৫৪ লক্ষেরও বেশি পরিবারে নলবাহিত জলসংযোগ রয়েছে।
এখনও পর্যন্ত ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদেরন সমস্ত গ্রামীণ পরিবারে নলবাহিত জল সরবরাহ করেছে। এই লিঙ্ক থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক নলবাহিত জল সংযোগের বিস্তারিত রিপোর্ট জানা যাবে - https://ejalshakti.gov.in/jjmreport/JJMIndia.aspx
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না এই তথ্য জানান।
SC/PM/SB
(Release ID: 2116004)
Visitor Counter : 14