প্রতিরক্ষামন্ত্রক
আত্মনির্ভর ভারত : ৬৯০০ কোটি টাকার চুক্তিতে সই প্রতিরক্ষা মন্ত্রকের
Posted On:
26 MAR 2025 5:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
অত্যাধুনিক কামান ব্যবস্থা
১৫৫ এমএম / ৫২ ক্যালিবার অ্যাডভান্সড টোউড আর্টিলারি গান সিস্টেম (এটিএজিএস) এবং ৬ x ৬ গান টোয়িং ভেহিক্যালস-এর জন্য ৬৯০০ কোটি টাকার এক চুক্তিতে স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। নতুন দিল্লির সাউথ ব্লকে প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং-এর উপস্থিতিতে ভারত ফর্জ লিমিটেড এবং টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে বলীয়ান করে তোলার লক্ষ্যে ২০২৪-২৫ অর্থ বর্ষে এ পর্যন্ত ১.৪০ লক্ষ কোটি টাকার চুক্তিতে সই করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
কামান সংগ্রহের ক্ষেত্রে এই প্রথম কোনও বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল ভারতীয় সেনা। ভারতীয় পদাতিক বাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
SC/MP /SG/
(Release ID: 2115998)
Visitor Counter : 17