প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ অভিযানের সূচনা প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর

प्रविष्टि तिथि: 26 MAR 2025 8:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬  মার্চ, ২০২৫

 

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ নতুন দিল্লির সাউথ ব্লক থেকে ২৬ মার্চ এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ অভিযানের সূচনা করেন। উত্তরাখণ্ডের উত্তর কাশীর নেহরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম)- এর ৬০ তম গৌরবজনক বর্ষ উদযাপন উপলক্ষে যৌথভাবে এভারেস্ট অভিযানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট (এইচএমআই) এবং  জম্মু ও কাশ্মীরের জহর ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস (জেআইএমডব্লুএস)।

অন্যদিকে, ‘হর শিখর তিরঙ্গা’ উদ্যোগের অংশ হিসেবে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ অভিযানের আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস (এনআইএমএএস)।

অনুষ্ঠানে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ পর্বতারোহণের ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন,  এই দুই শৃঙ্গ অভিযান দেশ তথা বিশ্বের তরুণ পর্বতারোহীদের
প্রেরণা জোগাবে। পর্বতারোহণের সঙ্গে যুক্ত সংস্থাগুলির কাজেরও প্রশংসা করেন তিনি।

এভারেস্ট অভিযাত্রী দলে রয়েছেন ৭ জন উচ্চ প্রশিক্ষিত পর্বতারোহী। এর নেতৃত্বে রয়েছেন এনআইএম-এর অধ্যক্ষ অংশুমান ভাদুরিয়া। দলটি ২ এপ্রিল যাত্রা শুরু করবে এবং মে মাসে নেপালের দিক থেকে এভারেস্ট শৃঙ্গে পৌঁছবে।

অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘার অভিযাত্রীরা যাত্রা শুরু করবেন ৭ এপ্রিল। ভারতের উচ্চতম এই পর্বত শৃঙ্গের অভিয়ানের নেতৃত্বে রয়েছেন অরুণাচল প্রদেশের দিরাং এনআইএমএএস-এর অধিকর্তা কর্ণেল রণবীর সিং জামওয়াল। এই অভিযাত্রী দলে রয়েছেন ৫ জন উচ্চ প্রশিক্ষিত পর্বতারোহী এবং ৩ জন সহায়ক কর্মী।

 

SC/MP /SG/


(रिलीज़ आईडी: 2115995) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी