যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
প্রধানমন্ত্রী ওয়ানি প্রকল্প
Posted On:
26 MAR 2025 4:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস (পিএম-ওয়ানি) যোজনার লক্ষ্য হ’ল – ডিজিটাল ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং দেশে সার্বজনীন ওয়াইফাই হটস্পট ব্যবস্থা চালু করে ইন্টারনেট পরিষেবার প্রসারে গতি আনা।
পিএম-ওয়ানি যোজনার আওতায় সার্বিক ডেটা অফিস (পিডিও) তাদের প্রযুক্তি ও ব্যবসায়িক ধ্যানধারণার উপর নির্ভর করে ওয়ানির আওতায় ওয়াইফাই হটস্পট চালু করা, এর রক্ষণাবেক্ষণ ও গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য পিডিও-গুলিকে অংশীদার করে তোলা।
২০ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশে মোট ২ লক্ষ ৭৮ হাজার ৪৩৯টি পিএম-ওয়ানি ওয়াইফাই হটস্পট ইনস্টল করা হয়েছে। এই পিএম-ওয়ানির ওয়াইফাই হার্ডওয়ার্ক সহজেই বাজারে পাওয়া যায়।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ পেম্মাসানি চন্দ্রশেখর।
SC/PM/SB
(Release ID: 2115601)
Visitor Counter : 11