স্বরাষ্ট্র মন্ত্রক
নকশালবাদী তৎপরতা হ্রাস
Posted On:
26 MAR 2025 1:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
উগ্র বামপন্থার সমস্যা মোকাবিলায় সরকার ২০১৫-য় হাতে নেয় ‘ন্যাশনাল পলিসি অ্যান্ড অ্যাকশন প্ল্যান টু অ্যাড্রেস এলডব্লিউই’। এর মাধ্যমে উগ্রপন্থীদের তৎপরতা মোকাবিলার পাশাপাশি এলাকা-ভিত্তিক উন্নয়নে জোর দেওয়া হয়। এর ফলে ২০১০-এ হিংসার ঘটনা যেখানে ছিল ১,৯৩৬, সেখানে ২০২৪-এ তা দাঁড়িয়েছে ৩৭৪-এ। অর্থাৎ, ৮১ শতাংশ হ্রাস। সংঘর্ষে মৃত্যুর সংখ্যাও (সাধারণ নাগরিক ও সুরক্ষা কর্মী) ২০১০-এর ১,০০৫ থেকে ৮৫ শতাংশ নেমে ২০২৪-এ ১৫০ হয়েছে।
বিগত ছ’বছরের হিসাব দেখলে, হিংসার ঘটনা ২০১৯-এর ৫০১ থেকে ২৫ শতাংশ হ্রাস পেয়েছে। মৃত্যুর সংখ্যা কমেছে ২৬ শতাংশ।
২০২২ এবং ২০২৩-এ সিপিআই (মাওয়িস্ট)-এর ঘাঁটি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর অভিযান বৃদ্ধি পাওয়ায় সংঘর্ষের ঘটনা স্বাভাবিকভাবে কিছুটা বেড়ে যায়।
তবে সার্বিকভাবে নকশালবাদী উপদ্রব কমছে তা স্পষ্ট। নকশালবাদ প্রভাবিত জেলার সংখ্যা ২০১৮-র এপ্রিল নাগাদ ছিল ৯০, ২০২১-এর জুলাই তা দাঁড়ায় ৭০-এ। ২০২৪-এর এপ্রিলে নকশালবাদ প্রভাবিত জেলার সংখ্যা দাঁড়ায় ৩৮-এ।
উগ্র বামপন্থার মোকাবিলায় রাজ্যগুলিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কেন্দ্র। রাজ্যগুলির পুলিশ বাহিনীকেও আধুনিক করে তোলা হচ্ছে। ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫-এর মধ্যে স্থানীয় স্তরে নকশালবাদীদের মোকাবিলায় ৩,২৬০.৩৭ কোটি টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, এ সংক্রান্ত সার্বিক পরিকাঠামোর বিকাশে বরাদ্দ হয়েছে ১,৭৪১ কোটি টাকা। কেন্দ্রীয় বাহিনীগুলির আধুনিকীকরণে দেওয়া হয়েছে ১,১২০.৩২ কোটি টাকা।
নকশালবাদ প্রভাবিত এলাকায় সড়ক ও টেলি-যোগাযোগ ব্যবস্থা বাড়ানো হচ্ছে। আর্থিক অন্তর্ভুক্তি এবং মানবসম্পদের দক্ষতায়ণের দিকটিতেও জোর দিচ্ছে সরকার। এই লক্ষ্যে ঐসব অঞ্চলে ১৪,৬১৮ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। টেলি-যোগাযোগ উন্নত করতে বসানো হয়েছে ৭,৭৬৮টি টাওয়ার। দক্ষতা বিকাশের কাজে ৪৬টি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪৯টি দক্ষতা বিকাশ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। উগ্র বামপন্থা প্রভাবিত অঞ্চলে শিক্ষার প্রসারে গড়ে তোলা হয়েছে ১৭৮টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়। ঐসব অঞ্চলে ডাক ও ব্যাঙ্কিং পরিষেবাও জোরদার করা হচ্ছে। জন-পরিকাঠামোর খামতি দূর করতে বরাদ্দ হয়েছে ৩,৫৬৩ কোটি টাকা।
রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।
SC/AC/DM
(Release ID: 2115459)
Visitor Counter : 12