সহযোগ মন্ত্রক
শ্বেত বিপ্লব
प्रविष्टि तिथि:
26 MAR 2025 2:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
সমবায় আন্দোলনে ‘শ্বেত বিপ্লব ২.০’কে অন্তর্ভুক্ত করতে সমবায় মন্ত্রক উদ্যোগী হয়েছে। এর মূল উদ্দেশ্য হ’ল – আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত করা। পাশাপাশি, আগামী ৫ বছরের মধ্যে ডেয়ারী শিল্পের সঙ্গে যুক্ত সমবায় সমিতিগুলির দুধ সংগ্রহের পরিমাণ বৃদ্ধি করা হবে ৫০ শতাংশ। এছাড়াও, ডেয়ারী শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন নতুন বাজার যুক্ত করাও এর আরেকটি উদ্দেশ্য।
২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর শ্বেত বিপ্লব ২.০’র প্রামাণ্য পরিচালন পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর – এর সূচনা হয়। ২০২৮-২৯ অর্থাৎ এই প্রকল্প শুরুর পাঁচ বছর পর দোহ বা ডেয়ারী শিল্পের সঙ্গে যুক্ত সমবায় সমিতিগুলির দুধ সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়ে হবে দৈনিক ১০০৭ লক্ষ কেজি। এই লক্ষ্য অর্জন দুটি পদ্ধতিকে করার পরিকল্পনা করা হয়েছে। এগুলি হ’ল – ডেয়ারী শিল্পের সঙ্গে যুক্ত সমবায় সমিতির প্রসার ঘটানো এবং এ ধরনের সমবায় সমিতিকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া।
সমবায় মন্ত্রক দেশের যেসব পঞ্চায়েত অঞ্চলে ডেয়ারী শিল্পের সঙ্গে যুক্ত সমবায় সমিতি নেই, সেইসব জায়গায় ৭৫ হাজার সমিতি গঠনের পরিকল্পনা করেছে। এছাড়াও, ৪৬ হাজার ৪২২টি সমিতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এনডিডিবি শ্বেত বিপ্লব ২.০’র বিভিন্ন কর্মসূচীর মধ্যে সমন্বয় ঘটাতে উদ্যোগী হয়েছে।
ভারতের ডেয়ারী শিল্পের সঙ্গে মহিলাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাঁরা দুধ দোয়া, গবাদি পশুকে খাওয়ানো এবং তাদের সুস্বাস্থ্যের দিকটি নিশ্চিত করে। সংশ্লিষ্ট শিল্পের ৭০ শতাংশই মহিলা। কিন্তু, যেহেতু এরা অসংগঠিতভাবে কাজ করেন, তাই এইসব মহিলাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। মহিলাদের নেতৃত্বে ডেয়ারী শিল্পের সমবায় সংস্থাগুলি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই লক্ষ্যে নানা পরিকল্পনা করা হয়েছে। শ্বেত বিপ্লব ২.০’র আওতায় যেসব পঞ্চায়েতে এখনও সমবায় সমিতি গড়ে ওঠেনি, সেখানে সংগঠিতভাবে এই ধরনের সমিতির মাধ্যমে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। এ পর্যন্ত পাঞ্জাবে ২ হাজার ৩৭৮টি নতুন সমিতি গড়ে উঠেছে। ঐ রাজ্যে ২ হাজার ৪৪০টি সমিতি আগেই ছিল।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।
SC/CB/SB
(रिलीज़ आईडी: 2115457)
आगंतुक पटल : 49