বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্বের অন্যতম প্রধান ইনসুলিন প্রস্তুতকারক সংস্থা এলাই লিলি-র সিইও ডেভিড রিক্স দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর সঙ্গে

Posted On: 25 MAR 2025 5:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫

 

বিশ্বের অন্যতম প্রধান ইনসুলিন প্রস্তুতকারক সংস্থা এলাই লিলি-র সিইও ডেভিড রিক্স নতুন দিল্লিতে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর সঙ্গে দেখা করেছেন।

এই আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপলিস-এ। ভারতে এর শাখা সংস্থা এলাই লিলি অ্যান্ড কোম্পানি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ডায়াবেটিস, ক্যান্সার এবং অন্য নানা রোগের ওষুধের আমদানি ও বিপণন করে থাকে। নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাতেও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে এই সংস্থা।

ডঃ জিতেন্দ্র সিং-এর সঙ্গে ডেভিড রিক্স-এর আলোচনায় ভারতে ইনসুলিন থেরাপি সংক্রান্ত একটি উৎকর্ষকেন্দ্র গড়ে তোলা নিয়ে আলোচনা হয়। পেশায় চিকিৎসক ডঃ জিতেন্দ্র সিং ভারতে এ সংক্রান্ত গবেষণায় বিশেষ জোর দিয়েছেন।

ইনসুলিন ব্যবহার করা হয় ডায়াবেটিস মোকাবিলায়। ভারতে এই রোগটির প্রাদুর্ভাব খুবই বেশি। ডঃ জিতেন্দ্র সিং বলেন, জেনেরিক ওষুধের পাশাপাশি, সব ধরনের ওষুধের বড় বাজার রয়েছে ভারতে।

ভারত নিজের ফার্মাসিউটিক্যাল শিল্পকে আরও জোরদার করে তুলতে চায়। সেই প্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

SC/AC/DM


(Release ID: 2115452) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi