সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার আওতায় সারা দেশে ফেব্রুয়ারি পর্যন্ত ১৫,০৫৭টি জন ঔষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে

Posted On: 25 MAR 2025 7:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫

 

প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনার আওতায় সারা দেশে ২৮.০২.২০২৫ পর্যন্ত ১৫,০৫৭টি জন ঔষধি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পশ্চিমবঙ্গে এ ধরনের ৬৩০টি কেন্দ্র রয়েছে।

এই জন ঔষধি কেন্দ্রগুলিতে ওষুধ না থাকার সমস্যা মোটেও ধারাবাহিক নয়। এই সমস্যার মোকাবিলায় গড়ে তোলা হয়েছে তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ সরবরাহ শৃঙ্খল। এ ধরনের ওষুধের মূল গুদাম রয়েছে গুরুগ্রামে। এছাড়াও, বেঙ্গালুরু, গুয়াহাটি, চেন্নাই এবং সুরাটে রয়েছে আঞ্চলিক গুদাম। সারা দেশে নিযুক্ত হয়েছেন ৩৬ জন ডিস্ট্রিবিউটার। চাহিদা বেশি, এমন ৪০০টি পণ্যের সরবরাহের ওপর নিয়মিত নজরদারি চলে। ২০০টি ওষুধের ক্ষেত্রে মজুতের ওপর বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হয় জন ঔষধি কেন্দ্রগুলিতে।

এইসব ওষুধের গুণমান যাতে নিশ্চিত থাকে, সেজন্যও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ওষুধ সংগ্রহ করা হয় শুধুমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সরবরাহকারীদের কাছ থেকে। ওষুধের প্রতিটি ব্যাচের গুণমান পরীক্ষা হয় ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিতে। এই বিষয়ে নজর রাখেন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়ার আধিকারিকরাও।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সার ও রসায়ন প্রতিমন্ত্রী শ্রীমতী অনুপ্রিয়া প্যাটেল।  

 

SC/AC/DM


(Release ID: 2115449) Visitor Counter : 10


Read this release in: English , Urdu , Hindi