আয়ুষ
আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস নানা উদ্যোগ গ্রহণ করেছে
Posted On:
25 MAR 2025 6:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫
আয়ুষ মন্ত্রকের অধীনে স্বায়ত্ত্ব শাসিত সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস (সিসিআরএএস) আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার পরিকাঠামোকে শক্তিশালী করে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৩ বছর ধরে সিসিআরএএস আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে অন্য চিকিৎসা পদ্ধতির মেলবন্ধন ঘটিয়ে চিকিৎসার ক্ষেত্রে নানাধরনের গবেষণায় সহায়তা করছে। এছাড়াও, সিসিআরএএস মিশন উৎকর্ষ, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কর্মসূচীতে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক উদ্যোগে যুক্ত হয়েছে। সরকারের বিভিন্ন আউটরিচ কর্মসূচীতে সিসিআরএএস নানাধরনের গবেষণাধর্মী পর্যবেক্ষণ পরিচালনা করে। এই বিষয়ে বিস্তারিত জানতে আয়ুষ সংক্রান্ত গবেষণা পোর্টালটি https://ayushportal.nic.in দেখুন।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপরাও যাধব।
SC/CB/SB
(Release ID: 2115436)
Visitor Counter : 7