প্রতিরক্ষামন্ত্রক
যোগ্যতম হলেই হবে না, যারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের রূপান্তর ঘটিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে, তারাই আজকের যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে : চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহ্বান
Posted On:
24 MAR 2025 8:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ মার্চ ২০২৫
চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহ্বান আজ সেকেন্দ্রাবাদের কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টে বলেছেন, যোগ্যতম হলেই হবে না, যারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের রূপান্তর ঘটিয়ে সুযোগের সদ্ব্যবহার করতে পারবে, তারাই আজকের যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে। তিনি উচ্চতর প্রতিরক্ষা ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণকারীদের সামনে একবিংশ শতাব্দীর জটিল নিরাপত্তা চালচিত্র নিয়ে বক্তব্য রাখছিলেন।
তাঁর বক্তব্যে জেনারেল চৌহ্বান দ্রুত পরিবর্তনশীল বিশ্ব ক্ষমতার প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, দৃঢ়তা এবং দূরদর্শী নেতৃত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে এখন এআই সহ বিভিন্ন প্রথা বহির্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এর মোকাবিলায় সমগ্র দেশকে একযোগে সুসমন্বিত ভাবে লড়তে হবে। দেশের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারতীয় সশস্ত্র বাহিনীর ভূমিকার ওপর জোর দেন তিনি।
জেনারেল চৌহ্বান সামরিক বিষয়ক বিভাগের কার্যাকরিতা এবং সশস্ত্রবাহিনীর মধ্যে সংহতি ও সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন। সশস্ত্রবাহিনীর জন্য তিনি ভিশন ২০৪৭-এর ধারণার উপস্থাপন করেন। এর আওতায় যৌথ কর্মসূচি, প্রতিরক্ষা ও সামরিক নীতি এবং সংযুক্ত সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথা বলেন তিনি।
জেনারেল চৌহ্বান কোর্সে অংশগ্রহণকারী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। বন্ধু দেশগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। উদ্ভাবন, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে সহযোগিতার ওপর জোর দেন চিফ অফ ডিফেন্স স্টাফ।
SC/SD/AS
(Release ID: 2114843)
Visitor Counter : 10