জলশক্তি মন্ত্রক
সংসদে প্রশ্ন: জল জীবন মিশনের আওতায় পানীয় জল প্রকল্প
Posted On:
24 MAR 2025 12:15PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৫
২০১৯ সালের অগাস্ট মাস থেকে ভারত সরকার রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে জল জীবন মিশন (জেজেএম) বাস্তবায়িত করেছে। দেশের প্রতিটি গ্রামীণ পরিবারে পর্যাপ্ত পরিমাণে, নির্ধারিত মানের এবং নিয়মিত ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে পানীয় জল সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ।
২০১৯ সালের অগাস্ট মাসে জল জীবন মিশন চালু হওয়ার সময় দেশের মাত্র ৩.২৩ কোটি (১৬.৮ শতাংশ) গ্রামীণ পরিবারে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছিল। এরপর, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি বছরের ১৬ মার্চ পর্যন্ত জল জীবন মিশনের আওতায় প্রায় ১২.২৯ কোটি অতিরিক্ত গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সুতরাং এই সময়কালে দেশের মোট ১৯.৩৭ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে ১৫.৫২ কোটিরও বেশি পরিবারকে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছে।
জল রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়। পানীয় জল সরবরাহ প্রকল্পের পরিকল্পনা, অনুমোদন, বাস্তবায়ন ও রক্ষণা-বেক্ষণের দায়িত্ব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। ভারত সরকার এক্ষেত্রে প্রযুক্তিগত ও আর্থিক সাহায্য দিয়ে থাকে।
জল জীবন মিশন বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সমস্যাগুলির সমাধানে ভারত সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। জল শক্তি অভিযানের আওতায় জল সঞ্চয় জনভাগিদারী নামে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বৃষ্টির জল সঞ্চয়ের জন্য বিশেষ অভিযানের সূচনা করা হয়েছে । জেজেএম – আইএমআইএস – এ রাজ্যগুলির প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩১৪টি আর্সেনিক এবং ২৫১টি ফ্লোরাইড প্রভাবিত গ্রামীণ বসতি রয়েছে। এই সমস্ত এলাকায় সিডব্লিউপিপি/আইএইচপি – এর মাধ্যমে নিরাপদ পানীয় জল সরবরাহ করা হয়। জল জীবন মিশন চালু হওয়ার পর থেকে ১৩ হাজার ৭০৬টি আর্সেনিক আক্রান্ত এবং ৭ হাজার ৭৪৫টি ফ্লোরাইড আক্রান্ত বসতিকে নলবাহিত পানীয় জল সরবরাহ করা হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের আওতাধীন অম্রুত প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৪ হাজার ৭৩৪ মেগালিটার জল পরিশোধন ক্ষমতা তৈরি করা হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না।
SC/SS/SB
(Release ID: 2114652)
Visitor Counter : 9