বস্ত্রমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তরপর্ব : ভারতীয় হস্তশিল্প এবং হস্ত চালিত তাঁত থেকে উৎপাদিত সামগ্রীর প্রচারে ইন্ডি হাটের ভূমিকা

Posted On: 24 MAR 2025 12:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ , ২০২৫

 

আত্মনির্ভর ভারত এবং লোকাল ফর ভোকালের মতো কর্মসূচিগুলিকে বাস্তবায়নের লক্ষ্যে ইন্ডি হাটের মতো উদ্যোগগুলিকে কার্যকর করা হচ্ছে। বর্তমানে হস্তশিল্প এবং হস্তচালিত তাঁত থেকে উৎপাদিত সামগ্রীর প্রচারে ভারত টেক্স-এর জন্য এই কর্মসূচিকে বাস্তবায়িত করা হচ্ছে। এরফলে যেসব বিদেশী ক্রেতা এই বাজারগুলিতে আসেন, তাঁদের কাছে ভারতীয় তন্তুবায়দের হস্তচালিত যন্ত্রের সাহায্যে উৎপাদিত নানা সামগ্রী পরিদর্শিত হয়। 

ভারতের সর্ববৃহৎ বস্ত্র বাণিজ্য মেলা ‘ভারত টেক্স’-এ ইন্ডি হাটের আয়োজন করা হয়। ১০০-র বেশি দেশের ক্রেতারা এই হাট ঘুরে দেখার সময় ভারতের সমৃদ্ধ হস্তশিল্পের নিদর্শন সম্পর্কে জানতে পারেন। এছাড়াও সংশ্লিষ্ট শিল্পের নীতি-নির্ধারকরা এবং অন্যান্য ব্যক্তিরা এই শিল্প সম্পর্কে সম্যক ধারণা পান। এই হাটে ৮০ রকমের জিনিসপত্র প্রদর্শিত হয়। উৎপাদিত সামগ্রীগুলি ঝাড়খণ্ড সহ দেশের নানা প্রান্তের ৮৫ জন হস্তশিল্পী এবং তন্তুবায় প্রস্তুত করেছে। 

বস্ত্র মন্ত্রক ন্যাশনাল হ্যান্ডিক্র্যাফ্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং কম্প্রিহেনশিভ হ্যান্ডিক্র্যাফ্টস ক্লাস্টার ডেভেলপমেন্ট স্কিম কর্মসূচিদুটি বাস্তবায়ন করছে। ঝাড়খণ্ড সহ দেশের সকল অংশের হস্তশিল্পীরা এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। এই প্রকল্পে হস্তশিল্পীদের চাহিদা অনুযায়ী আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। এছাড়াও তাঁদের দক্ষতা বিকাশের জন্য নানা রকমের প্রশিক্ষণের আয়োজন করা হয়। হস্তশিল্পীদের উৎপাদিত সামগ্রী বিপণনের জন্য ডিজিটাল পদ্ধতির সাহায্যে ব্র্যান্ডিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অফিস অফ ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডলুম) দেশ-বিদেশে ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের উৎপাদিত পণ্য সামগ্রীর বিপণনের জন্য নানা কর্মসূচি পালন করে। এইসব কর্মসূচির বাস্তবায়নে হস্তশিল্পী এবং তন্তুবায়দের আর্থিক সহায়তাও করা হয় যাতে তাঁরা কাঁচামাল সংগ্রহ করে সেগুলির সাহায্যে পণ্য সামগ্রী উৎপাদন করতে পারেন। তন্তুবায়রা মুদ্রা প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা।  

 


SC/ CB /NS….


(Release ID: 2114646) Visitor Counter : 7


Read this release in: English , Urdu , Hindi