বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
জৈব প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ভারতের উদ্ভাবন ক্ষেত্রে বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে ডঃ জিতেন্দ্র সিং ও বিল গেটস-এর মধ্যে আলোচনা
Posted On:
20 MAR 2025 3:25PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ মার্চ ২০২৫
ভারত সফরে আসা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস আজ কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং-এর সঙ্গে বৈঠক করেন। ভারতের উদ্ভাবনী ক্ষেত্র ও জৈব প্রযুক্তি ক্ষেত্রে বেসরকারি সংস্থা ও স্টার্টআপগুলির অংশগ্রহণ নিয়ে তাঁদের মধ্যে কথা হয়।
প্রতিনিধি পর্যায়ের এই আলোচনায় জিন থেরাপি, টিকা উদ্ভাবন, জৈব প্রযুক্তি উৎপাদন এবং ভারতে ক্রমবিকাশশীল স্টার্টআপ পরিমণ্ডলের অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়।
ডঃ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত জৈব প্রযুক্তি উদ্ভাবনে অনেকটা পথ এগিয়েছে। বায়ো ই-থ্রি নীতি অবলম্বন করে অর্থনীতি, কর্মসংস্থান ও পরিবেশের উন্নয়নে জৈব প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। এক্ষেত্রে বেসরকারি সংস্থা এবং স্টার্টআপগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসংক্রান্ত সহযোগিতাকে উৎসাহ দিতে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিল (বিআইআরএসসি)-এর মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে।
জৈব প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করে বিল গেটস এইচপিভি ও কোভিড ১৯ টিকার ক্ষেত্রে ভারতের অগ্রণী ভূমিকার উল্লেখ করেন। যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে ভারতের প্রয়াসকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। বিল গেটস বলেন, ভারতে গবেষণার যে পরিমণ্ডল রয়েছে তা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
আলোচনার অন্যতম মূল বিষয় ছিল ভারতে জৈব প্রযুক্তির ক্ষেত্রে স্টার্টআপ-এর জোয়ার। বর্তমানে এই ক্ষেত্রে ১০ হাজারেরও বেশি স্টার্টআপ রয়েছে। ডঃ জিতেন্দ্র সিং বলেন, এর ৭০ শতাংশ চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক জৈব প্রযুক্তি নিয়ে কাজ করছে। বাকিগুলি কাজ করছে কৃষি, পরিবেশ এবং শিল্প বিষয়ক জৈব প্রযুক্তি নিয়ে। এগুলির দ্রুত বাণিজ্যিকীকরণ যাতে সম্ভব হয়, সেজন্য নীতিগত ও আর্থিক সহায়তা নিয়ে সরকার এর পাশে রয়েছে।
ভারতীয় জৈব প্রযুক্তি স্টার্টআপগুলিকে গিফট সিটির মাধ্যমে কীভাবে প্রত্যক্ষ বিনিয়োগের সুবিধা দেওয়া যায়, তা নিয়ে ডঃ সিং ও বিল গেটস-এর মধ্যে কথা হয়। গেটস বলেন, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যদিও মূলত সমাজসেবামূলক ক্ষেত্রে কাজ করে, তবুও নতুন আর্থিক কাঠামোর সাহায্যে সম্ভাবনাময় ভারতীয় স্টার্টআপগুলিকে প্রত্যক্ষ বিনিয়োগ করা সম্ভব।
ডঃ জিতেন্দ্র সিং জৈব প্রযুক্তির ক্ষেত্রে বিকাশে সরকার-বেসরকারি অংশীদারিত্বের ওপর জোর দেন। গবেষণার জন্য আরও বেশি অর্থ বরাদ্দ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভারত জৈব প্রযুক্তি উদ্ভাবনের বিশ্বজনীন কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
SC/SD/AS
(Release ID: 2113330)
Visitor Counter : 21