আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সালিশী, মধ্যস্থতা এবং বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ ও সংস্কার

Posted On: 20 MAR 2025 3:23PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ মার্চ ২০২৫

 

সরকার সালিশী ও মধ্যস্থতা সহ বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থাপনাকে উৎসাহ দিচ্ছে। বিরোধ নিষ্পত্তির প্রথাগত পদ্ধতিগুলির তুলনায় এগুলি আরও ভালো বিকল্প দিতে পারে। সেজন্যই এই বিকল্প ব্যবস্থাপনাকে আরও জোরদার করতে সরকার নীতিগত ও আইনি পদক্ষেপ গ্রহণ করছে। এসংক্রান্ত প্রধান উদ্যোগগুলি হল –

১. সালিশী ও সমন্বয়সাধন আইন ১৯৯৬-কে বর্তমান পরিস্থিতির উপযোগী করে তুলতে ২০১৫, ২০১৯ এবং ২০২০ সালে এর সংশোধন ঘটানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সালিশী প্রক্রিয়ার নিষ্পত্তি, সালিশীকারকদের নিরপেক্ষতা, সালিশী পদ্ধতিতে বিচার বিভাগের হস্তক্ষেপ ন্যূনতম করা এবং সালিশী রায়ের কার্যকর প্রয়োগ সুনিশ্চিত করার লক্ষ্যে এই সংশোধনীগুলি আনা হয়। এর আর একটি লক্ষ্য হল প্রাতিষ্ঠানিক সালিশীকে উৎসাহ দেওয়া এবং বিশ্ব পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে দেশে এমন এক সালিশী পরিমণ্ডল গড়ে তোলা, যাতে সালিশী প্রতিষ্ঠানগুলি বিকাশলাভ করতে পারে। 

২. বাণিজ্যিক আদালত আইন ২০১৫ সংশোধন করা হয় ২০১৮ সালে। এই সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠান পূর্ববর্তী মধ্যস্থতা ও নিষ্পত্তি ব্যবস্থা আনা হয়। যেখানে নির্দিষ্ট মূল্যের বাণিজ্যিক বিরোধের ক্ষেত্রে কোন জরুরী অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়া হয় না, সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলিকে আদালতের দ্বারস্থ হওয়ার আগে বাধ্যতামূলক ভাবে এই ব্যবস্থার সাহায্য নিতে বলা হয়েছে। এর লক্ষ্য হল মধ্যস্থতার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলিকে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া। 

৩. ভারত আন্তর্জাতিক সালিশী কেন্দ্র আইন ২০১৯-এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক সালিশীর অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য একটি স্বাধীন, স্বনিয়ন্ত্রিত, বিশ্বমানের সংস্থা গড়ে তোলা হয়। দেশীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিরপেক্ষ বিবাদ নিষ্পত্তির মাধ্যমে এটি সংশ্লিষ্ট সব পক্ষের আস্থা অর্জন করে। 

৪. মধ্যস্থতা আইন ২০২৩, মধ্যস্থতার আইনি কাঠামো নির্ধারণ করে। এর মাধ্যমে মধ্যস্থতার ওপর স্বতন্ত্র আইন গড়ে তোলার পথ প্রশস্ত হয় এবং আদালতের বাইরে বিবাদ নিষ্পত্তির এক সংস্কৃতি গড়ে ওঠে। 

ভারত আন্তর্জাতিক সালিশী কেন্দ্র আইন ২০১৯-এর আওতায় কেন্দ্রকে সালিশী. সমন্বয় ও মধ্যস্থতার ক্ষেত্রে জড়িতদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। ক্রমাগত আলোচনাসভা, সমাবেশের আয়োজন করে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে প্রশিক্ষণদানের মাধ্যমে এই দায়িত্ব পালন করা হচ্ছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য জানিয়েছেন। 


SC/SD/AS


(Release ID: 2113329) Visitor Counter : 13


Read this release in: English , Urdu , Hindi , Tamil