উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
পিএম – ডিভাইনের আওতায় বিভিন্ন প্রকল্প
प्रविष्टि तिथि:
19 MAR 2025 3:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫
পিএম-ডিভাইনের অনুমোদিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব রাজ্য সরকারগুলির। উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি সংস্থা এইসব প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সে বিষয়ে নজরদারি চালায়। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকও পিএম-ডিভাইনের আওতায় বিভিন্ন প্রকল্পের নজরদারি চালায়। মন্ত্রকের আধিকারিকরা নিয়মিত বিভিন্ন জায়গায় গিয়ে সরেজমিনে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন।
উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের প্রত্যেকটিতেই মন্ত্রক ফিল্ড টেকনিক্যাল সাপোর্ট ইউনিট গঠন করেছে। এই ইউনিট সেইসব এজেন্সির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, যারা প্রকল্পগুলিকে বাস্তবায়িত করছে। এছাড়াও, গতিশক্তি পোর্টালের তথ্য ভাণ্ডারে নিয়মিত তথ্য সরবরাহ করে।
বিভিন্ন প্রকল্পের মান বজায় রাখতে এই নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রোজেক্ট কোয়ালিটি মনিটর/থার্ড পার্টি টেকনিক্যাল ইন্সপেকশন’কে কাজে লাগানো হচ্ছে। পিএম-ডিভাইনের আওতায় কোনও প্রকল্প নিয়ে কাজ শুরু করলে প্রথমে আইআইটি, এনআইটি-র মতো বিভিন্ন প্রতিষ্ঠান একটি ডিটেইল প্রোজেক্ট রিপোর্ট তৈরি করে। ঐ প্রতিবেদনে সুস্থায়ী পরিকল্পনা ও উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও, পরিবেশ ও বন মন্ত্রকের বিধিবদ্ধ ছাড়পত্র সংগ্রহ করতে হয়। এর মধ্য দিয়ে পিএম – ডিভাইনের অনুমোদিত প্রতিটি প্রকল্প যাতে পরিবেশ-বান্ধব হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করা হয়।
পিএম-ডিভাইনের আওতায় অনুমোদিত প্রকল্পগুলি শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। এগুলি সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের আর্থিক ব্যবস্থার উন্নতি ঘটায়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
SC/CB/SB…
(रिलीज़ आईडी: 2113200)
आगंतुक पटल : 38