কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

আসামের নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া কমপ্লেক্স গড়ার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

प्रविष्टि तिथि: 19 MAR 2025 4:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ব্রাউনফিল্ড অ্যামোনিয়া-ইউরিয়া উৎপাদনের একটি কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আসামের নামরূপে ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের মধ্যেই ইউরিয়া উৎপাদনের এই কেন্দ্রটি গড়ে উঠবে। এখানে প্রতি বছর ১২.৭ লক্ষ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হবে। এই প্রকল্প নির্মাণে ব্যয় হবে ১০,৬০১ কোটি ৪০ লক্ষ টাকা। নতুন বিনিয়োগ নীতি অনুসারে একটি যৌথ উদ্যোগে ৭০:৩০ অনুপাতে ঋণ নেওয়ার সংস্থান থাকছে। মন্ত্রিসভা ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের এই প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে। পুরো প্রকল্প বাস্তবায়নে একটি আন্তঃমন্ত্রীগোষ্ঠী কাজ করবে। 

প্রস্তাবিত যৌথ উদ্যোগে আসাম সরকারের ৪০ শতাংশ, ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড (বিভিএফসিএল)-এর ১১ শতাংশ, হিন্দুস্তান উর্বরক ও রসায়ন লিমিটেডের ১৩ শতাংশ, ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড এবং অয়েল ইন্ডিয়ার আলাদা আলাদা ১৮ শতাংশ শেয়ার থাকবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে ইউরিয়া উৎপাদন বাড়বে। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর-পূর্বাঞ্চল, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে ইউরিয়া সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা যাবে। সংশ্লিষ্ট অঞ্চলে অতিরিক্ত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও, ইউরিয়ার ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশ আরও একধাপ এগোবে।

 

SC/CB/DM


(रिलीज़ आईडी: 2112912) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam