কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কীটপতঙ্গ প্রতিরোধী বীজের বর্তমান অবস্থা

Posted On: 18 MAR 2025 5:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৫


ভারতীয় কৃষি গবেষণা পর্ষদ (আইসিএআর) –এর তত্ত্বাবধানে ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম (এনএআরইএস)- এর নিয়ম ও নির্দেশিকা অনুসারে ফসল ভিত্তিক সর্বভারতীয় সমন্বয় গবেষণা প্রকল্প (এআইসিআরপি) গুলির মাধ্যমে নির্দিষ্ট স্থানভিত্তিক উচ্চ ফলনশীল বিভিন্ন প্রজাতির বীজের বিকাশ সাধন করা হয়। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত গত ১০ বছরে ২,৯০০ টি নির্দিষ্ট স্থান ভিত্তিক উচ্চ ফলনশীল বিভিন্ন প্রজাতির বীজ উদ্ভাবন করা হয়েছে। 

পাশাপাশি কীটপতঙ্গের উপদ্রবজনিত সমস্যার ফলে ক্ষয়ক্ষতি কমাতে, পোকামাকড়ের নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদ্ধতির সুপারিশ করা হয়েছে। এর সুফলও পেয়েছেন কৃষকরা। ভারত সরকার যথাযথ নীতিগত ব্যবস্থা, বাজেট বরাদ্দ এবং গ্রাম পর্যায়ে সচেতনতা প্রচার ও প্রশিক্ষণ কর্মসূচির সাহায্যে বিভিন্ন প্রকল্প / কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যগুলিকে সহায়তা করে থাকে। ভারত সরকারের বিভিন্ন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, এনএএমও কিষাণ যোজনা এবং সমন্বিত ফসল ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণের লক্ষ্য হল উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে কল্যাণ সাধন। 

ভারত সরকার কৃষি ও কৃষক কল্যাণে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে। ২০২৪-২৫ অর্থ বর্ষে এই খাতে ১,২২,৫২৮.৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 
দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কৃষকদের মধ্যে বীজ উৎপাদনকারী সংস্থা এবং ওই প্রজাতির বীজ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য সম্ভাব্য সব রকমের প্রয়াস চালানো হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি কৃষকদের কাছে উন্নতমানের ফসল চাষের বিষয় তুলে ধরেছে। 

ভারত সরকার জাতীয় খাদ্য সুরক্ষা এবং পুষ্টি মিশনের আওতায় বীজ ও চাষের উপকরণ (এসএমএসপি)-এর মাধ্যমে বীজ গ্রাম কর্মসূচি বাস্তবায়িত করেছে। এই প্রকল্পের উদ্দেশ্যই হল গ্রামের কৃষকদের কাছে জলবায়ুর সঙ্গে মানানসই, জৈব-সুরক্ষিত এবং উচ্চফলনশীল জাতের বীজ সরবরাহ করা। ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ সময়কালে দেশীয় তৈলবীজের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের ক্ষেত্রে স্বনির্ভরতা (আত্মনির্ভর ভারত) অর্জনের জন্য জাতীয় ভোজ্য তেল মিশন – তৈলবীজ (এনএমইও-ওএস) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 

লোকসভায় আজ এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী।

 


SC/SS /SG


(Release ID: 2112711) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi